হাসিনার জন্মদিন পালন করে ভাইরাল সেই মিষ্টি সুভাষকে পাঠানো হলো কারাগারে

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

শেখ হাসিনার জন্মদিন পালন করে ভাইরাল হওয়া মিষ্টি সুভাষ এবার রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে শনিবার  গ্রেফতার হন। এ সময় তার সঙ্গে থাকা আরেক নারী নিলুফা ইয়াসমিনকেও গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে নেত্রী মিষ্টিকে। যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ডিউটি অফিসার শাহিন আলম।

এদিকে শনিবার সন্ধ্যায় ধানমণ্ডি ৩২-এর সামনে রাখা পুলিশের নিরাপত্তাবেষ্টনী পার হয়ে ভেতরে প্রবেশ করলে স্থানীয় জনতা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের এ নেত্রীকে পুলিশে দেয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কেক নিয়ে হাজির হয়েছিলেন মিষ্টি। এ সময় তিনি হেনস্থারও শিকার হয়েছিলেন।

ওই দিন সাংবাদিকদের মিষ্টি সুভাষ বলেন, ‘আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা। আমি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য টিএসসিতে এসেছি। কারণ এই জায়গাতে শনিবার উনাকে অসম্মান করা হয়েছে। যেখানে উনাকে অসম্মান করা হয়েছে আমি সেখানে তাকে সম্মান জানাতে এসেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *