স্মৃতিসৌধে ফুল দিতে এসে আওয়ামী লীগ নেতাসহ আটক ৮

আলমাস হোসেন : 

বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ও তার মেয়েসহ ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক।

আটককৃতরা হলেন- মাহবুবুর রহমান ও তার মেয়ে মহিমা রহমান, আশুলিয়ার পলাশবাড়ি এলাকার মিল্টন সূত্রধর, টাঙ্গাইলের নাগরপুরের তাইজুল ইসলাম, রংপুরের সাইফুল ইসলাম সিহাব, নওগাঁর সেলিম হোসেন, গোপালগঞ্জের মো. রানা এবং দোহারের সালাউদ্দিন।

বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান। তার নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে দুপুরে পরিদর্শন ছাউনির পাশে জড়ো হচ্ছিলেন। খবর পেয়ে ডিএমপি (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশ ৮ নেতাকর্মীকে আটক করে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসে। এসময় ৮ জনকে আটক করা হয়েছে। তাদের নামে কোন মামলা আছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *