স্টাফ রিপোর্টার :
ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সন্নিকটে তেকুরিয়া ইউনিয়নের বাগোর গ্রামের কৃষি জমি মাটি ইট ভাটাই অবাধে বিক্রি করছে একটি চক্র। অসহায় জমির মালিকরা। সন্ধা হলে ড্রাম ট্রাক নিয়ে সন্ত্রাসীদের পাহারায় মাটি কেটে নিয়ে যাচ্ছে ভূমিদস্যুরা। একসময়ের আওয়ামিলীগ নেতারা বোল পাল্টিয়ে হয়ে গেছেন বিএমপি। করছেন মানুষকে নির্যাতন। আওয়ামী লীগ নেতারা উপরে উপরে বিএনপি নেতা পরিচয় দিলেও তাদের মনের মধ্যে রয়েছে আওয়ামিলীগ। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য এলাকার নিরীহ মানুষদের প্রতি করছে অনিয়ম ও অত্যাচার। কৃষি জমির মাটির ইট ভাটাই বিক্রি করছে করিম মেম্বারের ছেলে শাকিল ও জমিদার খোরশেদ গংরা।
শাকিল দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের পদ পদবী ব্যবহার করে হাতিয়েছেন কোটি কোটি টাকা। জমিদার খোরশেদ নব্য বিএনপি নেতা। ভূমিদস্যুরা স্থানীয় প্রশাসন ও কতিপয় বিএনপি নেতা কর্মীদের মোটা অংকের টাকা দিয়ে কিনে নিয়েছেন বলে এলাকায় প্রচার করেছেন।
এবিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জমির মালিকরা দুঃখ প্রকাশ করে বলেন, দীর্ঘ ১৫ বছর হাসিনার দোসরদের অত্যাচারের শিকার হয়েছি। বর্তমানেও যদি শিকার হয় যাওয়ার কোনো জায়গা থাকবেনা। স্থানীয় জমির মালিক চান মিয়া বলেন, আমার জমির মাটি কেটে নিয়েছে কোনো টাকা পয়সা না দিয়ে। বিষয়টি বর্তমান সরকারের উপদেষ্টাগণদের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় গরিব, অসহায় লোকেরা।