মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকশা পূর্বপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

স্টাফ রিপোর্টার :-

সোমবার সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।এ সময় চিত্র অংকন এবং দেশাত্মবোধক গান দুই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে আফরিন জাহান তাকিয়া।প্রতিযোগিদের মধ্যে থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এসময় আয়োজকদের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ পাইকশা পূর্বপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ কমিটির বিদ্যোৎসাহী সদস্য হাজী মো: আহসান হাবিব ঢালী, সুরক্ষা কমিটির সদস্য হাজী মো: সুমন শেখ, দক্ষিণ পাইকশা পূর্বপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিলা বেগম,এতে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন আবুল হোসেন, আসলাম শেখ,মনিরুল ইসলাম, মিলন হাওলাদার, আরিফ বেপারি,
সবুজ,শরিফ বেপারি,টিটু মাঝি,আলআমিন হাওলাদার সুবর্ণাআক্তার,হৃদয়শেখ,রবিন,নাইমশেখ,
রনিশেখ,জনিবেপারি,লিওন, দুলন,মিঠুমাঝি,রবিন, আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *