রাজিব আহমেদ;
বায়েজিদ বোস্তামী থানা পুলিশ গত ১৪/১২/২০২৪ইং তারিখ ফেনীতে অভিযান পরিচালনা করে ৬৩৪৫ কেজি চুরি যাওয়া লোহার রড উদ্ধার করেছে। ফেনী জেলার ফেনী সদর থানার ছনুয়া ইউনিয়ন হাজী ওসমান গনি নতুন বাজারস্থ মের্সাস মায়ের দোয়া ট্রেডার্সে অভিযান পরিচালনা করে উক্ত রডগুলো উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, গত ১৩/১০/২০২৪ইং তারিখ বায়েজিদ বোস্তামী থানায় রুজু হওয়া মামলার সূত্র ধরে ১৬/১০/২০২৪ইং তারিখ বিকাল ১৬.৩০ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন সরকারপাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন আলী আক্কাস মজুমদারের বাড়ীর উঠান হইতে মামলার এজাহার নামীয় পলাতক আসামীদের রেখে যাওয়ামতে উদ্ধার পূর্বক চোরাই মালামাল বহনাকারী ট্রাক চট্টমেট্টো-ট-৯৯৪০ জব্দ করা হয়। পরবর্তীতে গত ০৮/১২/২০২৪ইং তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন হারুন মার্কেট এলাকা হইতে মামলার এজাহার নামীয় আসামী মোঃ রুবেল হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়।
গত ১৩/১২/২০২৪ইং তারিখ উক্ত আসামিকে রিমান্ডে আনিয়া জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ১৪/১২/২০২৪ইং তারিখ আসামীসহ ফেনী জেলার ফেনী সদর থানাধীন ছনুয়া ইউনিয়ন হাজী ওসমান গনি নতুন বাজারস্থ মের্সাস মায়ের দোয়া ট্রেডার্সে অভিযান পরিচালনাকালে রিমান্ড প্রাপ্ত আসামী মোঃ রুবেল হোসেন (৩২) এর দেখানো ও সনাক্ত মতে মের্সাস মায়ের দোয়া ট্রেডার্সে মালিক ফখরুল ইসলাম লিটন (৪২) এর স্বীকারোক্তি মতে গত ১৪/১২/২০২৪ইং তারিখ ১৫:৪৫ ঘটিকার সময় মের্সাস মায়ের দোয়া ট্রেডার্স হইতে আত্মসাৎকৃত ১৩ টন রডের মধ্যে ৬৩৪৫ কেজি রড উদ্ধার করা হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।