খসরু মৃধা;
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) গাজীপুর মহানগরী পুবাইল থানা জামায়াতের উদ্যোগে বিশাল বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।র্যালিটি মাজুখান বাজার থেকে শুরু করে করমতলা হয়ে
মিরের বাজার চৌরাস্তা এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর (গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) মো. খায়রুল হাসান। পূবাইল থানা জামায়াতের আমীর আশরাফ আলী কাজল, পুবাইল থানা জামায়াতের নায়েবে আমীর এ্যাড. শামীম মৃধা, সেক্রেটারি হারুনুর রশিদ, থানা যুব বিভাগের সভাপতি মোঃ জামাল হোসেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূবাইল থানা সভাপতি ইকবাল মাহমুদ সহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মো: খায়রুল হাসান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীনতার অতন্দ্র প্রহরী ও কান্ডারী হিসাবে এদেশের ১৬ কোটি মানুষকে সাথে নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবো ইনশাআল্লাহ।