ভারতকে বাঁচাল বৃষ্টি

স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক :

ব্রিসবেনের আকাশে কালো মেঘ যেন ভারতের জন্য আশীর্বাদ। অস্ট্রেলিয়ার পেসারদের তোপে যখন ভারতীয় ব্যাটারদের নাজেহাল অবস্থা, তখন বারবার বৃষ্টির বদান্যতায় দীর্ঘ হয়েছে তাদের ব্যাটিং ইনিংস। ব্রিসবেন টেস্টে এখন পর্যন্ত চারদিনের মধ্যে তিনদিনই বৃষ্টি অতিথি হয়ে এসেছে, সেটাও লম্বা সময়ের জন্য।

তাতে ৪ উইকেটে ৫১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ভারত দিনশেষে স্কোরবোর্ডে জমা করেছে ৯ উইকেটে ২৫২ রান। বৃষ্টির বাগড়ায় দিনের খেলা হয়েছে মোটে ৫৭.৫ ওভার, তাতে ৫ উইকেট খরচায় ভারতের সংগ্রহ ১০১।

এর ফলে টেস্টের বেশিরভাগ সময় চালকের আসনে থেকেও জয়বঞ্চিত হতে চলেছে অস্ট্রেলিয়া। কারণ আকুওয়েদার বলছে, টেস্টের শেষদিনেও ব্রিসবেনের বৃষ্টির সম্ভাবনা ৯০ ভাগের বেশি। ভারতের হাতে ১ উইকেট রয়েছে, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৪৫-এর চেয়ে এখনো ১৯৩ রান পিছিয়ে দলটি।

চতুর্থ দিনে বৃষ্টির ফাঁকে ভারতের ইনিংস মূলত এগিয়েছে রবীন্দ্র জাদেজার ব্যাটে চড়ে। অজি পেস তোপের মুখ দাঁড়িয়ে ৭ চার ও ১ ছক্কায় ৭৭ রান করেছেন এই অলরাউন্ডার। শেষদিকে ভারতের ভেলা ভাসিয়ে রেখেছে পেসার আকাশ দীপের খেলা ২৭ রানের অপরাজিত ইনিংস।

এদিন অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার ছিলেন প্যাট কামিন্স। জাদেজার মূল্যবান উইকেটের পাশপাশি রোহিত শর্মা ও নীতিশ কুমারের উইকেটও ঝুলিতে পুরেছেন তিনি। চতুর্থ দিনে ভারতের খোয়ানো পাঁচ উইকেটের অন্য দুটি পেয়েছেন মিচেল স্টার্ক ও নাথান লায়ন।

প্রসঙ্গত, বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই টেস্টের একটি করে জিতেছে ভারত ও অস্ট্রেলিয়া। এই টেস্ট দিয়ে সিরিজে এগিয়ে যেতে পারত কোনো এক দল। কিন্তু আপাতদৃষ্টিতে ড্রয়ের দিকে এগিয়ে যেতে থাকা ব্রিসবেন টেস্টের ফলে সিরিজের সমীকরণ কঠিন হবে দুই দলের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *