রাউজান প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

সঞ্জয় বড়ুয়া মুন্না রাউজান (চট্টগ্রাম) :

রাউজান প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির সূর্যসন্তানদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ই ডিসেম্বর) সকালে উপজেলা সদরের জলিল নগরে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ, সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী সহ-সভাপতি হাবিবুর রহমান , যীশু সেন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, আমীর হামজা, সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, অর্থ সম্পাদক আনিসুর রহমান ও দপ্তর সম্পাদক রতন বড়ুয়া।
বক্তারা বলেন, শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। যাদের ত্যাগের বিনিময়ে লাল সবুজের বাংলাদেশ পেয়েছি তাদের আত্মত্যাগের বিনিময়ে
অর্জিত স্বাধীনতার সুফল যাতে এই ভূখণ্ডের প্রত্যোক নাগরিক পায় সেলক্ষ্যে তরুণ প্রজন্মকে ভূমিকা নিতে হবে। দেশপ্রেমে উজ্জীবিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে। শহীদের রক্তে কেনা স্বাধীনতা কখনো বৃথা যেতে দেওয়া যাবেনা।
আলোচনা সভা শেষে রাউজান মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *