টেকনাফে অস্ত্র ও গুলিসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ

মোঃ সোহেল;

কক্সবাজার টেকনাফ থানা পুলিশ কর্তৃক অবৈধ অস্ত্র ১টি ওয়ান শুটার গান ও ১০ রাউন্ড রাইফেলের গুলিসহ ১জন অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ ।অদ্য ১৮/১২/২০২৪ইং তারিখ রাত ০১.০০ ঘটিকার সময় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ দরগাহ পাড়া হ্নীলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বটতলা নামক স্থানে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করার সময় পূর্ব দিক হইতে একটি টমটম গাড়ি আসতে দেখে থামানোর জন্য সিগন্যাল দিলে পুলিশের উপস্থিতি বুঝে টমটমে থাকা যাত্রী তাহার কোমর হইতে একটি বস্তু রাস্তায় ফেলে দেয় বলে জানায় পুলিশ। সন্দেহ হলে বাদীর সঙ্গীয় ফোর্সদের সহায়তায় টমটম গাড়িতে থাকা যাত্রীকে টমটম গাড়ীর ড্রাইভার মোঃ আলী আহম্মদ (৪৮), পিতা-মৃত মোহাম্মদ হোসেন টমটম গাড়ি সহ যাত্রীর দেহ তল্লাশী করে তাহার ডান হাতের মুঠোতে ১০(দশ) রাউন্ড রাইফেলের গুলি, এবং তাহার দেখানো মতে রাস্তার পাশে ফেলে দেওয়া ০১(এক)টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, যাহার কাটের বাটযুক্ত বাটের অংশে লাল কসটেপ দ্বারা মোড়ানো, ফায়ারিং পিন সচল, লম্বায় আড়াআড়ি ভাবে ১১ ইঞ্চি পাইয়া নিজ হেফাজতে নিই। ধৃত আসামীর নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে সে তাহার নাম আতাহারুল হক (১৯বছর ৫মাস), পিতা-নুরুল ইসলাম, মাতা-রেহেনা আক্তার, সাং-পূর্ব পানখালী, ৪নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলিয়া প্রকাশ করে। উক্ত বিষয়টি তাৎক্ষনিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইলে টেকনাফ মডেল থানাধীন সদর ইউপি ও পৌরসভা এলাকায় রাত্রিকালীন মোবাইল-৭ ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই (নিরস্ত্র) বিশ্বজিৎ পাল এবং তাহার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্তির হয়ে উক্ত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত টর্চ লাইটের আলোতে ১৮/১২/২০২৪ ইং তারিখ ০১.৫০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। জব্দ তালিকায় সাক্ষীদের সাক্ষর গ্রহণ করেন এবং তিনি নিজেও সাক্ষর করেন। উদ্ধারকৃত আলামত ও ধৃত আসামীকে নিজ হেফাজতে গ্রহণ করেন। ধৃত অবৈধ অস্ত্র ও গুলি তাদের হেফাজত ও নিয়ন্ত্রনে রাখিয়া ১৮৭৮ সালের অস্ত্র আইনের 19A/19(f) ধারার অপরাধে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে বলে জানান টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *