মোঃ মাহমুদুল হাসান;
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলাধীন ফতেপুর ইউনিয়নে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে এক ছাত্রলীগ নেতাসহ ২ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন থেকে চারজন আহত হয়েছে। ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর হাটে এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ফতেপুর ইউনিয়নের এজাবুল হকের ছেলে মাসুদ রানা (২২) ও আবদুর রহিমের ছেলে রায়হান (১৫)। স্থানীয় সূত্র জানা যায়, নিহত মাসুদ রানা নাচোল উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি ফেসবুকে গত রবিবার রাতে এক ভিডিওতে তাঁকে জয় বাংলা লিখতে দেখা যায়। তবে পুলিশ বলছে,রাজনৈতিক বিরোধের জের ধরে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটেনি।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন,পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,মঙ্গলবার মল্লিকপুর হাটে স্থানীয় বিএনপি নেতার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে ১০ টার দিকে দু’ গ্রুপ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছুরি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু করে এক গ্রুপ। এতে ছুরিকাঘাতে মাসুদ ও রায়হান নিহত হয়। আহত হয় আরো তিন থেকে চার জন।
এদিকে, আজ বুধবার দুপুরে ওই ঘটনায় পুলিশ সুপার কার্যালয়ে ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। তিনি বলেন,প্রাথমিকভাবে জানা গেছে,নাচোলের খোলসী গ্রামে পেয়ারাবাগানে শ্রমিকের কাজ করতেন সালাম ও শাহীন নামের দুই ব্যক্তি। সেখানে কাজ করার সময় শাহীন গোপনে সালামের প্রস্রাব করার ভিডিও ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। গতকাল রাতে মল্লিকপুর গ্রামে গরুর হাটসংলগ্ন এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংঘ আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠান দেখতে আসেন সালাম ও তাঁর সঙ্গীরা। সেখান থেকে ফেরার পথে রাত ১১টার দিকে মল্লিকপুর বাজারে শাহীন ও তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করেন। এতে গুরুতর আহত হন মোঃ মাসুদ (২০), রায়হান (১৪), মোঃ সুমন (১৮), রজব আলী (১৪), মোঃ আরমান (১৬) ও মোঃ ইমন (১৫)। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে মাসুদ ও রায়হান মারা যান।গুরুতর আহত সুমনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।