মোঃ সোহেল :-
সাংবাদিক শাহিন মির্জার বড়ভাই সাপ্তাহিক জয় যাত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আহমেদ মির্জা খবির মৃত্যু বরণ করেছেন। ১৯ ডিসেম্বর ২০২৪ ইং (বৃহস্পতিবার) ভোরে তার ঢাকা শ্যমলী হাউজিংয়ে ৮৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করে মৃত্যু বরণ করেন।
ব্যক্তি জীবনে তিনি নম্রভদ্র ও সাদামাটা মানুষ ছিলেন। এবং ছাত্র জীবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রিয় ছাত্রনেতা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক ছিলেন। পরবর্তী সাপ্তাহিক জয় যাত্রা পত্রিকা সম্পাদক হিসেবে প্রকাশনা করে আসছে। মরহুমের প্রথম জানাজা ঢাকায় ও ২য় জানাজা তাহার জন্মভূমি কুমিল্লা অনুষ্ঠিত হবে বলে জানান তার ভাই সাংবাদিক শাহিন মির্জা। তিনি মৃত্যুর আগে দীর্ঘদিন অসুস্থ জীবন পার করেছেন। তাহার জন্মভূমি কুমিল্লা কোতোয়ালি থানাধীন কাপ্তান বাজার এলাকায়। তাহার ছোট ভাই প্রবীণ সাংবাদিক শাহিন মির্জা , তার বড়ভাই ব্যক্তি ও পেশাগত জীবনে কাউকে কষ্ট দিয়ে থাকলে সকলের কাছে ক্ষমাচেয়ে আত্মার মাগফেরাত কামনা করেন।