মোঃ সোহেল;
কক্সবাজার টেকনাফ সিমান্ত উপজেলা বাহারছড়ার কৃতি সন্তান মো. সাইফুল্লাহ পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। বুধবার ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে মো: সাইফুল্লাহকে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। তিনি এতদিন এডিশনাল পুলিশ সুপার হিসেবে পুলিশ সদর দপ্তরে নিয়োজিত ছিলেন এবং বিভিন্ন ইউনিটে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।
জানা গেছে, সাহসিকতার সঙ্গে অপরাধ দমন এবং কর্মক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এবছর ৩ জানুয়ারি তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) লাভ করেন। মো. সাইফুল্লাহ ১৯৭৫ সালে টেকনাফ উপজেলার ৫ নম্বর বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি কক্সবাজারের প্রখ্যাত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম শামসুদ্দিন আহমদের ৩য় পুত্র এবং স্থানীয় জমিদার মরহুম ফজলুর রহমান মিয়াজীর দৌহিত্র। তিনি ১৯৯৫ সালে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৭ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্ব সম্পন্ন করেন। ২৮তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে মো. সাইফুল্লাহ কক্সবাজার জেলার প্রথম সন্তান হিসেবে পুলিশ ক্যাডারে যোগদান করেন এবং ২০১০ সালে সহকারী পুলিশ সুপার পদে কর্মজীবন শুরু করেন। পুলিশ ক্যাডারে যোগদানের পূর্বে তিনি ২৬তম বিশেষ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে সন্ধীপ সরকারি কলেজ এবং সাতকানিয়া সরকারি কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কিছুকাল দায়িত্ব পালন করেন। তাঁর স্ত্রী রোমানা রহমান শম্পা বর্তমানে বাংলাদেশ সরকারের ডেপুটি সেক্রেটারি (২৫তম বিসিএস- প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন।