আলমাস হোসেন :
অবশেষে স্থায়ী ঠিকানা খোঁজে পেলেন আশুলিয়ার সাংবাদিকরা। দেশের স্বার্থে সাংবাদিকতা’ এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়া প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে৷ এ সময় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে আশুলিয়ার বাইপাইল এলাকায় প্রেসক্লাবের নতুন ভবনের এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
আশুলিয়া প্রেসক্লাবের আহবায়ক লোকমান হোসেন খোকা চৌধুরী ও প্রেসক্লাবের সদস্য সচিব সোহেল রানা উপস্থিত থেকে এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, আমরা আশা করছি, খুব শিগ্রই আশুলিয়া প্রেসক্লাব দেশের মধ্যে অন্যতম একটি মডেল প্রেসক্লাব হিসেবে নিজের সুনাম অর্জন করবে। সেই সাথে দেশের স্বার্থে কাজ করতে আশুলিয়া প্রেসক্লাবের সদস্যরা অঙ্গিকার বদ্ধ। এছাড়াও যে কোনো সময় শিল্পাঞ্চল বাসির প্রয়োজনে আশুলিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা তাদের পাশে থাকবে বলেও জানান তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, এখন টেলিভিশনের ঢাকা জেলা প্রতিনিধি হুমায়ন কবির, সময়ের আলো পত্রিকার রাকিব হাসান জিল্লু, মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ওবায়দুর রহমান লিটন, ট্রাইবুনালের সোহেল রানা জয়, জাগোজনতার ইউসুফ আলী খান, বাংলাদেশ পোস্টের ফায়জুল ইসলাম, মনিং পোস্টের জাহাঙ্গীর আলম সাগর ও বার্তা বাজারের আল-মামুন খান সহ প্রমুখ সাভার-আশুলিয়ার স্থানীয় অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।