মোঃ আরফাতুল ইসলাম:
বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনস্যুলেটে প্রবাসীদের তথ্য ঘাটতি নিরসন ও সহযোগিতার লক্ষ্যে ‘হেল্প ডেস্ক’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে এই হেল্প ডেস্ক উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল মুহাম্মদ রাশেদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন- শ্রম কাউন্সেলর মুহাম্মদ আব্দুস সালাম, দূতালয় প্রধান আশফাক হোসেন, প্রথম সচিব শ্রম শাহানাজ, কমিউনিটি ব্যক্তিত্ব প্রকৌশলী সালাম খান, মুস্তাফা মাহমুদ, প্রকৌশলী রশিদ, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশীদসহ অনেকে।বিজ্ঞাপনহেল্প ডেস্ক উদ্বোধনকালে কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’— অভিবাসী দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে। প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। কিছুসংখ্যক প্রবাসী যারা তৃতীয় পক্ষের সহযোগিতা নিয়ে কনস্যুলার সেবা গ্রহণ করেন।
আমরা তাদের আহ্বান জানাবো কোনো তথ্য বা ডকুমেন্টসের ঘাটতি থাকলে হেল্প ডেস্ক সহযোগিতা করবে। তাই অন্য কারো শরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, বিমানবন্দরে প্রবাসীদের জন্য প্রবাসী লাউঞ্জ করা প্রমাণ করে এই সরকার প্রবাসীদের জন্য যথেষ্ট আন্তরিক। এই আন্তরিকতার ফল হিসেবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিয়ে ইতোমধ্যে কাজ চলছে।বিজ্ঞাপনএদিকে হেল্প ডেস্ক চালু হওয়াতে প্রবাসীরা উচ্ছ্বসিত। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় কনস্যুলেটকেও ধন্যবাদ জানিয়েছেন তারা।
শারজাহতে বাংলাদেশি ব্যবসায়ীদের সমন্বয়ে একটি ‘বিজনেস কাউন্সিল’ গঠনের প্রস্তাব করেছে সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।বিজ্ঞাপনবুধবার (১৮ ডিসেম্বর) রাতে দুবাইয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।কনস্যুলেট জেনারেল জানায়, সম্প্রতি শারজাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আব্দুল্লাহ সুলতান আল ওয়াইজের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। সাক্ষাৎকালে কনসাল জেনারেল শারজাহ তথা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, আমদানি-রপ্তানি এবং বিনিয়োগ বিষয়ে আলোচনা করেন। শারজাহ এবং বাংলাদেশের ব্যবসায়ী নেতারা ও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগের বিষয়েও কনসাল জেনারেল গুরুত্বারোপ করেন।
দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে ‘হেল্প ডেস্ক’ উদ্বোধনদুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে বিজয় দিবস উদযাপন বিজয়ের মাস উপলক্ষে আমিরাতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শারজাহ চেম্বারের চেয়ারম্যান দুই দেশের ব্যবসায়িক নেতা এবং সংগঠনগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সংযোগ স্থাপনে তার চেম্বারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। শারজাহ বাংলাদেশি ব্যবসায়ীদের সমন্বয়ে একটি ‘বিজনেস কাউন্সিল’ গঠনের সম্ভাব্যতার বিষয়ে কনসাল জেনারেল প্রস্তাব করলে আল ওয়াইজ সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার, শারজাহ চেম্বারের ইন্টারন্যাশনাল রিলেশন্স বিভাগের পরিচালক ফাতেমা খলিফা আল মুকাররবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।