খসরু মৃধা :
গাজীপুর পূবাইলে হারবাইদ নন্দীবাড়ী এলাকায় রাজনৈতিক প্রভাব খাঠিয়ে আদালতের ১৪৫ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের পায়তারা করছে স্থানীয় এক প্রভাবশালী পরিবার।
এবিষয়ে ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) জিএমপি পূবাইল থানায় একই পরিবারের ১৯জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন জমির মালিক পক্ষের মোঃ আমিনুল ইসলাম বুলবুল (৫৭)।
সরেজমিনে গিয়ে জানা যায়: পূবাইল নন্দিবাড়ী এলাকা মৃত হাসেম সরকারের সন্তান মোঃ আমিনুল ইসলাম বুলবুল গংদের সাথে একই এলাকার মৃত ছমির উদ্দিন সন্তান আইমদ্দিন গংদের দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে বেশ কয়েকবার মিমাংসার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরবর্তিতে জমির দাবিদার মোঃ আমিনুল ইসলাম গংরা আদালতের শরণাপন্ন হন। বিজ্ঞ আদালত শান্তি ও শৃংখলা বজায় রাখার লক্ষে উক্ত জমিতে ১৪৫ ধারা জারির আদেশ করেন। আদালতের নোটিশ জারি করার পরও বিবাদী আইমদ্দিনগংরা প্রভাবশালী রাজনৈতিক দলের পরিচয় দিয়ে দলবদ্ধ ভাবে একাধিকবার উক্ত জমি দখলের চেষ্টা করে। এসময় তারা ধারালে ছেন, দা, লোহার রড, কারাত বল্লম, কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বেআইনী ভাবে দলবদ্ধ হয়ে জমিতে থাকা ধানের খড়, কলাগাছ, বড়ই গাছ, আমগাছ, কড়ইগাছ, বাশসহ বিভিন্ন প্রকার ফলজ, বন্য গাছপালা কেটে ফেলে এবং নিয়ে যায়।
মামলার বাদী মোঃ আমিনুল ইসলাম বুলবুল বলেন, উল্লেখিত জমির ওয়ারিশ এবং ক্রয় সূত্রে আমার বাবা মালিক, কিন্তু আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী আইমউদ্দিন গংরা ক্রয় সূত্রে উক্ত জমির মালিকানা দাবি করে। এবিষয়টি নিয়ে তাদের সাথে আমাদের একাধিকবার ঝামেলা ও ঝগড়াঝাটি সৃষ্টি হয়েছে। যার কারনে উক্ত জমি নিয়ে আমি ও আমার ভাই আ.ন.ম মঈনুল ইসলাম (৪৯) বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। পরবর্তীর্তে কোর্ট হতে উক্ত বিষয়ে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য জমির উপর ১৪৫ ধারা নোটিশ জারি করে। আদালত নোটিশ জারি করার পরও তারা একাধিকবার দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করে। এসময় তারা আমাদেরকে হুমকি দিয়ে বলে যে, আমরা যদি জমিতে প্রবেশ করার চেষ্টা করি তাহলে আমাদেরকে প্রানে মেরে ফেলবে।
এব্যাপারে মামলার ৩ নং বিবাদী আল-আমিন বলেন, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। মূলত উল্লেখিত জমি ক্রয় সূত্রে আমার বাবা আইমউদ্দিন মালিক। আমাদের কাছে জমির মালিকানার সকল প্রকার কাগজপত্র আছে।
মামলা আইও জিএমপি পূবাইল থানার সাব-ইন্সপেক্টর মোঃ শরিফুল ইসলাম বলেন,অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে যাই এবং উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আদালতে যাওয়ার জন্য বলি এবং বিজ্ঞ আদালতের সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য আহ্বান করি।