নারায়নপুর ও বেটিয়াপাড়া লক্ষণপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোঃআনজার শাহ;

কুমিল্লা মনোহরগঞ্জ নারায়ণপুর ও বেটিয়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর ) বিকেলে উপজেলার ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন, ৭ লক্ষীপুর ইউনিয়নের সাবেক সভাপতি জনাব মোঃ মহিব উল্যাহ ভূইয়া শাহীন।

এতে প্রধান অতিথি ছিলেন,সাবেক উপজেলার দুইবারের চেয়ারম্যান জনাব মোঃ আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী।জনাব মোহাম্মদ মোবারক হোসেন সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন,জনাব মোঃ আব্দুল হামিদ নূর ভূঁইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব আলহাজ্ব ইউসুফ ভূঁইয়া, জনাব আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া,জনাব মোঃ শরীফ হোসেন চেয়ারম্যান, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, জনাব মোহাম্মদ মাসুদুল আলম বাচ্চু,জনাব মোঃ জাফর ইকবাল বাচ্চু, জনাব মোহাম্মদ আবুল বাশার, প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো হামলা করার পাঁয়তারা করছে। সকল কে সাবধানতা অবলম্বন করে মোকাবিলা করতে হবে। আমাদের নেতাকর্মীদের মামলা হামলা করে, ঘর-বাড়ি দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগ সহ বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করেছে। তার উচিত জবাব দেওয়ার সময় এসেছে। আর বসে থাকা যাবে না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত কে শক্তিশালি করার আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *