নোয়াখালী জেলা প্রতিনিধি;
বাংলাদেশে ২৫ হাজারের ও বেশি ইটভাটা আছে যা থেকে সরকার প্রতিবছর ভ্যাট কয়লার ট্যাক্স থেকে শত কোটি টাকা আয় করে। যেমন বছর ১ টি ব্রিকস ফিল্ড থেকে সরকারকে ভ্যাট দিতে হয় ভাই ৫ লক্ষ টাকা ও হাওয়ায় ১ টি ব্রিকস ফিল্ডস জন্য বিদেশ থেকে কয়লা ক্রয় করতে হয় ১ কোটি টাকার।সেই হিসাবে সারা বাংলাদেশ ২৫ হাজার ব্রিকস ফিল্ড শুধু ভ্যাট ও কয়লা খরচ দিতে হয় শত কোটি টাকার উপরে। এ ছাড়া সারা বাংলাদেশে হাজার ব্রিকস ফিল্ড লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে তাদের ছেলেমেয়েদের কে নিয়ে সুখে থাকে। যদি এই সমস্ত ব্রিকস ফিল্ড বন্ধ হয়ে যায় তাহলে একদিকে সরকারের শত কোটি টাকা রাজস্ব হারাবে অন্যদিকে ব্রিকস ফিল্ডের লক্ক লক্ক শ্রমিক বেকার হয়ে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, বেড়ে যাবে।