কনস্টাস মুখ খুললেন কোহলির ইচ্ছাকৃত ধাক্কা নিয়ে

স্বাধীন স্পোর্টস ডেস্ক :

 

বক্সিং ডে টেস্টের আলোচিত ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে মাঠে নামা স্যাম কনস্টাস। মাত্র ১৯ বছর ৮৫ দিন বয়সে অভিষেক হলো কনস্টাসের। তবে এদিন তিনি আলোচনায় আরও একটি কারণে। ম্যাচে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি তাকে ধাক্কা দেয়। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়। আর সেই ইস্যুতে মুখ খুলেছেন কনস্টাসও।

মেলবোর্নে ভারতের বিপক্ষে ৬৫ বলে ৬০ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন কনস্টাস। তবে এসব ছাপিয়ে এখন আলোচনায় কোহলির সঙ্গে তার বিরোধের বিষয়টি। যেখানে দেখা গেছে ওভার শেষে প্রান্ত বদল করার সময় অনেকটা ইচ্ছে করে তাকে ধাক্কা দেয় কোহলি। যা নিয়ে এসময় কোহলির সঙ্গে তর্কেও জড়ান তিনি।

ঠিক কী হয়েছিল মাঠে। তা প্রথম সেশনের খেলা শেষে সম্প্রচারকারী চ্যানেলকে জানিয়েছেন কনস্টাস। তাকে প্রশ্ন করা হয়, ‘কোহলি আপনার প্রিয় ক্রিকেটার। হঠাৎই মাঠের মাঝে ঝগড়া লাগল। আপনাকে ও ধাক্কা দিল। কী বলেছিল তখন? কনস্টাস উত্তর দেন, ‘মনে হয় আমরা দু’জনেই তখন আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি ঠিক বুঝতে পারিনি ঘটনাটা। নিজের গ্লাভস ঠিক করছিলাম। তার পরেই কাঁধে ধাক্কা খেলাম। তবে এ রকম হতেই পারে। এটাই ক্রিকেট। মাঠের লড়াই মাঠেই থাকুক।’

কনস্টাস বিনয় দেখালেও কোহলিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ম্যাচের ধারাভাষ্যকাররা। ধারাভাষ্যকার মাইকেল ভন বলেন, কনস্টাসকে উত্তেজিত করার জন্যই এ কাজ করেছেন কোহলি। তবে এই কাজের জন্য কোহলি কখনোই গর্ব অনুভব করবেন এমন মনে করেন না সাবেক ইংলিশ অধিনায়ক, ‘কোহলি ওই মুহূর্তের কথা মনে করে গর্ব অনুভব করবে না। কনস্টাস স্রেফ হেঁটে যাচ্ছিল। কোহলিকে দেখুন, সে তার পথের দিক পাল্টেছে।’

ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কার বলেন, ‘সরে গেলে কেউ ছোট হয়ে যেত না। প্রথমে মনে হয়েছিল যে, দুজনেই নিচে তাকিয়ে ছিল। এখন দেখার বিষয়, কাকে বেশি জরিমানা দিতে হয়।’

রিকি পন্টিং ক্ষোভ ঝেরে বলেন, ‘বেশ কিছু অ্যাঙ্গেল থেকে আমরা ঘটনাটি দেখেছি। আমাকে বলতেই হচ্ছে, ওই পর্যায়ে ভারতের ফিল্ডারদের কোনো অবস্থাতেই ব্যাটসম্যানের ধারেকাছে যাওয়ার কথা নয়। ব্যাটসম্যানরা কোথায় একসঙ্গে দাঁড়ায় সেটা প্রতিটি ফিল্ডারই জানে। আমার কাছে মনে হয়েছে, কনস্টাস অনেক দেরিতে খেয়াল করেছে। কেউ তার সামনে থাকতে পারে সম্ভবত তার ভাবনায় ছিল না। কিন্তু স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে (কোহলি) বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হতে পারে।’

উল্লেখ্য, মেলবোর্নে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিন শেষে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩১১ রান করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন ৬৮ রানে অপরাজিত থাকা স্টিভেন স্মিথ ও ৮ রানে অপরাজিত থাকা অধিনায়ক প্যাট কামিন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *