সিরাজগঞ্জের বেলকুচিতে ৭৫ কাটুন ভারতীয় সুতা জব্দ

মোঃ ফেরদৌস হোসেন:

সিরাজগঞ্জে বেলকুচি পৌর এলাকার সুবর্নসাড়ায় ক্যাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় সুতা উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ১১০ পাউন্ডের ৭৫ কাটুন ভারতীয় বন্ডের সুতা আটক করা হয়।

বেলকুচি থানার ওসি জাকরিয়া হোসেন ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গার্মেন্টের শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা বিভিন্ন ব্যান্ডের সুতা গার্মেন্টে ব্যবহার না করে গোপনে চোরা চালানোর মাধ্যমে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন তাঁত শিল্পে বাজারজাত করে বিপুল মুনাফা আয় ও লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিয়ে আসছিল চক্র গুলো। তবে কৌশল পরিবর্তন করে বেলকুচির সুতা ব্যবসায়ীরা এ ব্যবসা চালিয়েই যাচ্ছিল। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশের রাস্তা দিয়ে চট্টগ্রাম থেকে আসা ভারতীয় সুতা ভর্তি একটি ক্যাভার্ড ভ্যানে তাঁত শিল্প সমৃদ্ধ তামাই যাচ্ছিল। স্থানীয়রা গাড়ি আটকে দিলে চোরাচালানকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ রাত ৯ টার দিকে সুতাসহ কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসে। এরপর গাড়ি থেকে ভারতীয় এসটি গোল্ড ব্যান্ডের ১১০ পাউন্ডের ৭৫ কাটুন সুতা উদ্ধার করা হয়।

বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন আরো জানান, সুতা গুলো আমদানি নিষিদ্ধ কিনা তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *