ঢাকা ৪ আসন কে আবর্জনা, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত করব: আ.ন.ম সাইফুল ইসলাম

স্টাফ রিপোর্টার:  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ীত হলে দেশ হবে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ বলে মন্তব্য করেছেন ঢাকা ৪ আসন এর মাটি ও মানুষের নেতা ঢাকা মহানগর দক্ষিন বিএনপির দ্বিতীয় যুগ্ন আহ্বায়ক আ.ন.ম সাইফুল ইসলাম। তিনি আরো বলেন দীর্ঘ ১৮ বছর যাবত পালিয়ে যাওয়া হাসিনার সরকারের সীমাহীন অত্যাচার নির্যাতনে আপনারা আমরা জর্জরিত ছিলাম। আওয়ামীলীগের বড় নেতার তো কথাই নেই পাতি হাই ব্রিড নেতারাও আমাদের উপর অত্যাচার ও জুলুম করেছেন ।

 

আপনারা রাতে ঘুমোতে অব্দি পারেননি। দিনে পালিয়ে বেড়িয়েছেন ওই লালিত পালিত গুন্ডা বাহিনী ও পুলিশ বাহিনীর কারনে। অত্যাচারি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো পালিয়ে যায়নি। তাই তিনি নেতা কর্মিদের উদ্যেসে বলেন আপনাদের সতর্ক থাকতে হবে এবং সাধারন মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের উপকার করতে হবে।

আজ বিকেল ৩ টায় শ্যামপুর ৫৮ নং ওয়ার্ডের বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ৩১ দফার আলোকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

 

নেতা কর্মিদের সতর্ক করে আ.ন.ম সাইফুল আরো বলেন আমরা দেখতে পারছি বিএনপির নাম ভাঙিয়ে কিছু দুস্কৃতি মহল সন্ত্রাসী চাঁদাবাজি করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষনা করেছেন বিএনপির মধ্যে কোন সন্ত্রাসী চাঁদাবাজ, দখলবাজ ও মাদক ব্যবসায়ী থাকবে না, যদি প্রমান পাওয়া যায় তাহলে আপনাদের বহিস্কার ও উপযুক্ত শাস্তির আওতায় আনার ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হোসেন, সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, সাবেক কাউন্সিলর ৫৪ নং ওয়ার্ড, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসির আহমেদ মোল্লা, সহ সভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, নুরুল ইসলাম, সভাপতি, ৪৭ নং ওয়ার্ড বিএনপি, ইমতিয়াজ আহমেদ টিপু, সভাপতি, ৫১ নং ওয়ার্ড বিএনপি, তরিকুল ইসলাম পলাশ, সাবেক সদস্য, স্বেচ্ছাসেবক দল, নির্বাহী কমিটি, রাজু আহমেদ, সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। সমাবেশ সভাপতিত্ব করেন শুভ শিকদার, সাধারণ সম্পাদক, ৫৪ নং ওয়ার্ড বিএনপি, অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোঃ নজরুল ইসলাম, সিনিঃ যুগ্ম আহবায়ক, ৫৪ নং ওয়ার্ড বিএনপি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *