ময়মনসিংহে মাদক  ব্যবসায়ীদের শেল্টার  পুলিশের এস আই আলা উদ্দিন দফায় দফায় বদলী হলেও ষ্টেশন ছাড়েনি

বিশেষ প্রতিনিধি: 

রেঞ্জ ডিআইজি অফিস ও পুলিশ হেড কোয়াটার থেকে দফায় দফায় বদলী হওয়ার পরও ময়মনসিংহে সমালোচিত ও বিতর্কিত পুলিশ অফিসারগন বদলীকৃত কর্মস্থলে যোগদান না করে স্ব কর্মস্থলে বহাল থেকে তাদের সমালোচিত কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে একাধিক সুত্র জানিয়েছে। এদের কারো কারো বিরুদ্ধে মাদক ব্যবসার শেলটার দেয়া ও ফিটিং মামলা করার অভিযোগ রয়েছে। জেলা শহরে বরাবরই তারা বিতর্কিত।

সুত্র জানায়, পুলিশের কর্মকাণ্ডে গতি ফেরাতে পুলিশের ময়মনসিংহ রেঞ্জে কর্মরত ৩৬৫ জন উপ-পরিদর্শককে (এসআই) একযোগে বদলি করা হয়েছে। সেই সঙ্গে বদলি হওয়া কর্মকর্তাদের পদায়ন কার্যক্রম চলমান রয়েছে।
গত ২১ সেপ্টেম্বর পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. আশরাফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এসব কর্মকর্তাদের বদলির আদেশ দেওয়া হয়। তিনি বলেন, বদলি একটি চলমান প্রক্রিয়া। দীর্ঘদিন একই রেঞ্জ ও জেলায় কর্মরত থাকা পুলিশ কর্মকর্তাদের বদলি করা হয়েছে।

সুত্র আরো জানায়, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র বদলীর আদেশে সকলেই স্ব স্ব কর্মস্থলে যোগদান করলেও হাতে গুনা কয়েকজন স্বকর্মস্থলে থেকে যান। তাদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলা শহরে থেকে তাদের সোর্স দিয়ে মাদক ব্যবসা ও ঘটনা সাজিয়ে মামলার ভয় দেখিয়ে অর্থ কামানোর অভিযোগ রয়েছে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এস আই আলা উদ্দিন তাদের মধ্যে উল্লেখ যোগ্য। ক্ষুদ পুলিশের মাঝেই তিনি সমালোচিত। ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা থেকে বিভিন্ন অভিযোগে বারং বার তার বদলী হয়েছে। আর তিনি বার বার থানা ও ডিবিতে ফিরে এসছেন!

পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার স্মারক নং-৪৪.০১.০০০০.১০৮.১৯.২১৭.২০২৪-৪১৭০, তারিখ-০১/১২/২৪ ইং তারিখে ময়ময়সিংহে কর্মরত ৭ জনকে বদলী করা হয়। তৎপ্রেক্ষিতে বর্ণিত এসআই (নিঃ)গণ’কে বদলিকৃত ইউনিটে যোগদানের নিমিত্ত আগামী ০৪/১২/২০২৪ খ্রি. মধ্যে ছাড়পত্র প্রদানের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা নির্দেশনা পাওয়া যায়। অন্যথায় আগামী ০৫/১২/২০২৪ খ্রি. হতে তাৎক্ষনিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে। এর পরও তাদের মধ্যে কেহ কেহ বদলীকৃত স্থানে যোগদান করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *