স্টাফ রিপোর্টার:
আশাশুনির মধ্যম চাপড়া (পূর্ব পাড়া) গ্রামবাসী সিএস ও বিআরএস ম্যাপ অনুযায়ী মরিচ্চাপ নদী খননের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া হাইস্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভাঙ্গনকুলে ওয়াপদা-পাকা রাস্তার উপর মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, চাপড়া হাইস্কুলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এস, এম আহসান হাবিব, অবঃ সেনা সদস্য আব্দুল মাজেদ, মহিউদ্দীন ফকির, আব্দুল খালেক সরদার, রফিকুল ইসলাম, বাপ্পী, কামরুল ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, মরিচ্চাপ নদী ভাঙ্গনে গত ৪০ বছরে গ্রামের অসংখ্য ঘরবাড়ি, সহায়-সম্পদ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হাইস্কুলটি তিন-তিনবার স্থানান্তর করতে হয়েছে। ভিটেবাড়ী হারা মানুষের অনেকে মানবেতর জীবন যাপনে বাধ্য হয়েছে। বক্তাগণ আরও বলেন, গত বছর ঠিকাদার খনন কাজ অর্ধ কিঃমিঃ বাকী রেখে ও ভেড়ী বাঁধ নির্মান কাজ বন্ধ রেখে মাঝ নদীতে প্রতিবন্ধক ভেড়ীবাঁধ কেটে দিয়ে চলে যায়। ফলে তীরবর্তী বসবাসকারী পরিবার ও ওয়াপদা সংলগ্ন জনপদ হুমকীর মুখে পড়েছে। একটি হাইস্কুল, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাদ্রাসা, তিনটি মসজিদসহ আশপাশের জনবসতি নদীগর্ভে বিলীনের উপক্রম হয়েছে। গত বছর খননকৃত নদীর সম্মুখ থেকে আরএস ম্যাপে নদীর প্রবাহ অনুযায়ী মাপ জরিপান্তে ড্রয়িং করা হয়েছে, যাহা খাস খতিয়ানভুক্ত। সম্প্রতি পাউবো’র সার্ভেয়ার স্থানীয় সার্ভেয়ারদের সহায়তায় সেই নদীর উপর লাল পতাকা স্থাপন করে নদী ড্রয়িং করেন, লাল পতাকা স্বথাপন করাকালে স্থানীয়দের সাথে কথপোকথনে সার্ভেয়ার ও পাউবো কর্তৃপক্ষ জানান সরকারিভাবে বাজেট ও টেন্ডার হওয়া নদীর প্রবাহ অনুযায়ী লাল পতাকা স্থাপন করা হচ্ছে। সেটাই বাস্তবায়ন হলে এলাকবাসির কোন অভিযোগ থাকবেনা। বক্তাগন বলেন, একটি স্বার্থেন্বেষী মহলের সাথে যোগসাজসে নতুন ভাঙ্গনকৃত গর্ত ওয়ালা নদীর প্রবাহে নাম মাত্র খনন করে পূর্ণ টেন্ডারের অর্থ আত্মস্বাত করার পায়তারা ও জোরপূর্বক খনন কাজ শুরু করেছে ঠেকার। এলাকার ৬ সহস্রাধিক বসতবাড়ি, মাদ্রাসা, হাইস্কুল, প্রাইমারী স্কুল ও জায়গা জমি রক্ষা করতে ড্রয়িংকৃত লাল পতাকা স্থাপনকৃত প্রবাহমান (আরএস ম্যাপ অনুযায়ী) নদী খনন করা হোক। সাথে সাথে টেকসই ভেড়ী বাঁধ নির্মানের জোর দাবী জানান হয়। এব্যাপারে জেলা প্রশাসক বরাবর গন আবেদন ও বিভাগীয় কমিশনার, পাউবোর নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারকে অনুলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধনকারীগন সরজমিনে তদন্তপূর্বক এরাকাবাসির স্বার্থ রক্ষা করে আরএস ম্যাপ অনুযায়ী নদী খনন করার জোর দাবী জানান সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট।