স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নের,, ছ মুন্সি বাজারের পাশে এক কৃষক মুসলিম, পরিবারে, জন্ম গ্রহন করেন,, মাইজদী কোর্ট শাখা মেট লাইফ ইন্সুরেন্স সুমন এজেন্সি মালিক ও মেট লাইফ সারা বাংলাদেশে শ্রেষ্ঠ পুরুস্কার প্রাপ্ত সুমন। পরিবারের অভাব অনটন থাকায় মাত্র,, ইন্টারমেডিয়েট পাশ,, করে গত ১৭ বছর আগে মেট লাইফ (ইন্সুরেন্স) মাঠ কর্মী হিসেবে কাজ শুরু করে নিজের শ্রম সাধনায় সময় দিয়ে মেট লাইফ,, সুমন এজেন্সি মালিক হয় এবং সারা বাংলাদেশে মেট লাইফ সেল্স ইউনিট হসিবে ২০২৪ শ্রেষ্ঠ পুরুস্কার পান। তিনি সাংবাদিক দের বলেন, গত ১৭ বছর আগে ইন্টারমেডিয়েট পাস করে চাকুরী বা বিদেশে না গিয়ে নিজের শ্রম সাধনায় আজকে বাড়ি গাড়ির মালিক হন। তাই তিনি বেকার যুবক যুবতীদের পড়ালেখা শেষ করে চাকুরি বা বিদশে দিকে না চুটে হতাশ না হয়ে একদিলে এক মনে বিনা পুজিতে নিজের শ্রম ও সময় দিয়ে মেট লাইফ কাজ করার জন্য বলেন ও তাহলে আপনারা একদিন আমার মত সফল হতে পারবেন।