স্টাফ রিপোর্টার :
রাজধানী ঢাকার পল্লবী থানাধীন এলাকায় সংবাদকর্মী মোর্তুজা ও তাঁর বোন শিক্ষানবীশ আইনজীবিদের উপর চাঁদার দাবীতে হামলা ও মিথ্যা মামলা চালিয়ে যাচ্ছে এলাকার চিহ্নিত চাঁদাবাজরা। শুধু তাই নয় অব্যাহত হুমকির মুখে রেখেছে সংবাদকর্মী ও শিক্ষানবীশ আইনজীবিদের পরিবারকে। আজ তাঁরা ভয়ে ঘর বন্ধি হয়ে আছে। চাঁদাবাজ ১। আল হেলাল প্রিন্স (৩৫), ২। ইমাম মজনু (৫২), ৩। বক্কর জুয়েল (৪২) সহ অজ্ঞাতনামা ২০/৩০ জন সংবাদকর্মী মোর্তুজা ও শিক্ষানবীশ আইনজীবিদের নিজস্ব বাড়িতে কিছুদিন যাবৎ উল্লেখিত চাদাবাজরা সহ তাদের সহযোগীরা 21 PORIBAR (MIRPUR 12) নামক whatapp গ্রুপ খুলে তারা ম্যাসেজ দিয়ে চাঁদা দাবি করে। গত ১২/০৩/২০২৪ইং তারিখে চাঁদাবাজরা উক্ত গ্রুপ থেকে ম্যাসেজ দিয়ে সংবাদকর্মী মোর্তুজা এর নিকট প্রতি মাসে ৪০০/- টাকা হারে চাঁদা দাবী করে। তখন সংবাদকর্মী মোর্তুজা তাদেরকে তাদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করে। উক্ত বিরোধের জের ধরে গত ১৫/১২/২০২৪ তারিখ সকাল আনুমানিক ১১.৩০ ঘটিকায় চাঁদাবাজরা উক্ত পরিবারের বাড়ির সামনে আসিয়া সংবাদকর্মী মোর্তুজা এর নিকট চাঁদা দাবী করে হুমকি প্রদান করে। যাহার প্রেক্ষিতে মোর্তুজা পল্লবী থানায় জিডি নং-১৩০৮, তারিখ-১৫/১২/২০২৪খ্রিঃ এন্ট্রি করেন। উক্ত জিডি এন্ট্রি করার বিষয়টি চাঁদাবাজরা জানার পর গত ২৬/১২/২০২৪ তারিখ সকাল আনুমানিক ১১.০০ ঘটিকায় চাঁদাবাজ ১। আল হেলাল প্রিন্স (৩৫), ২। ইমাম মজনু (৫২) দ্বয়ের নেতৃত্বে সংবাদকর্মী মোর্তুজার বাড়ির দক্ষিণ পাশের অংশ জোরপূর্বক ভেঙ্গে আনুমানিক ২(দুই) লক্ষ টাকার ক্ষতি সাধন করে। সর্বশেষ ইং ২৭/১২/২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৮.৩০ ঘটিকায় চাঁদাবাজ ১। আল হেলাল প্রিন্স (৩৫) এর নেতৃত্বে উল্লেখিত চাঁদাবাজরা বেআইনী জনতাবদ্ধে একত্রিত হয়ে হাতে লাঠি, কাঠের বিট ও লোহার রড দিয়ে সংবাদকর্মী মোর্তুজা সহ তাহার বৃদ্ধ মা, শিক্ষানবীশ আইনজীবি বোনদের মারপিট করার জন্য আসে এবং সংবাদকর্মী মোর্তুজার বাড়ির সামনের দোকানগুলো জোরপূর্বক উঠাইয়া দেওয়ার চেষ্টা করে। তখন সংবাদকর্মী মোর্তুজা ও শিক্ষানবীশ আইনজীবি বোনরা এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে চাঁদাবাজরা সংবাদকর্মী ও শিক্ষানবীশ আইনজীবি পরিবারের উপর অতর্কিতভাবে হামলা করে এবং এলোপাথারী চর, থাপ্পর, লাথি মারে। একপর্যায়ে চাঁদাবাজরা লোহার রড ও কাঠ দিয়ে উক্ত পরিবারের উপর এলোপাথারী পিটিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে। ঐ সময় চাঁদাবাজ ইমাম মজনু (৫২) একজন শিক্ষানবীশ আইনজীবির ডান হাত ধরে মোচড় দিয়ে বেদনাদায়ক জখম করে। তখন তার আরেক বোন এগিয়ে আসলে ইমাম মজনু ও বক্কর জুয়েল দ্বয় দুই বোনের পরিহিত কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী করে। চাঁদাবাজরা বৃদ্ধ মাকে তুলে অশ্লীল ও অসামাজিক ভাষায় গালিগালাজ করে। সংবাদকর্মী মোর্তুজা প্রতিবাদ করায় চাঁদাবাজরা তাকে ঝাপটে ধরে গলাটিপে হত্যা চেষ্টা করে এবং মজনু সংবাদকর্মীর মোর্তুজার পরিহিত লুঙ্গির কোচায় থাকা নগদ ৩০,০০০/- টাকা নিয়ে যায়। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে চাঁদাবাজরা যে কোন সময় উক্ত পরিবারের জান মালের ক্ষতি করা সহ তাহাদের বাড়ি থেকে উচ্ছেদ করে দিবে মর্মে ভয়ভীতি হুমকি প্রদান করে। পরর্তীতে সংবাদকর্মী মোর্তুজা তাঁহার বোনদের আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে জখমের চিকিৎসার ব্যবস্থা করেন। যাহার প্রেক্ষিতে শিক্ষানবীশ আইনজীবি বোন বাদী হয়ে ডিএমপির পল্লবী থানায় মামলা নং-৫৮(১২)২০২৪, ধারা- ১৪৩/৩২৩/৩০৭/৩৫৪/৩৭৯/৩৮৫/৪২৭/৫০৬ পেনাল কোড রুজু করে। চাঁদাবাজ ইমাম মজনু তাহার বউ ফাতেমা মুনমুনকে বাদী করে মিথ্যা, কাল্পনিক, ভিত্তিহীন, হয়রানিমূলক, চাঁদাবাজদের বাঁচানোর জন্য নিরীহ পরিবারটির উপর পল্লবী থানায় কাউন্টার মামলা করে। যাহার মামলা নং-৫৯(১২)২০২৪, ধারা-১৪৩/৩২৩/৩৭৯/৩৮৫/৩০৭/৫০৬ পেনাল কোড দায়ের করে । আল হেলাল প্রিন্স যুবলীগ নেতা। দীর্ঘদিন যাবৎ সে এলাকায় দখলবাজি, চাঁদাবাজি, মাদক সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।
সংবাদকর্মী মোর্তুজা বলেন, আজ আমার পরিবারকে নিয়ে আমি বড় ধরনের নিরাপত্তাহীনতায় ভূগেতেছি। সব সময় হামলার ভয়ে আতঙ্কের মধ্যে থাকতে হয়। জামিনে এসে তারা আরো বেশি অত্যাচার করছে। চাঁদাবাজরা ভয়ংকর ও সংঘবদ্ধ চক্র। তাদের ‘ইয়াং ষ্টার’ নামক কিশোর গ্যাং রয়েছে। ইতিপূর্বে এই গ্রুপের গ্রেফতারকৃত মোঃ নাঈম (২২) সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আমার ভাড়াকৃত দোকানের দোকানদার আসাদ বাদী হয়ে পল্লবী থানায় চাঁদাবাজীর মামলা করে, যাহার নং-১৮, তারিখ-৫ জুলাই ২০২৩, ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩৮৫/৩৭৯/৫০৬ পেনাল কোড।