চলছে অভিযান চলবে পদুয়া রেঞ্জর নেতৃত্বে রেঞ্জার মামুন মিয়া

কামরুল ইসলাম:

 

লোহাগাড়া উপজেলার ৪ টি ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করে প্রায় ১ (এক) হাজার ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়েছে । এই অভিযান পরিচালনা করেছেন পদুয়া রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া ।

এই বিষয়ে স্থানীয় জনসাধারণের বক্তব্যে যানাযায় বৃহস্পতিবার (৯ জানুয়ারী) পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন পদুয়া রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া । তিনি পদুয়া রেঞ্জে যোগদান করার পর থেকে অনেক আংশ গাছ কাটা বন্দ হয়েছে। তিনি রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং নির্ঘুম রাত কাটিয়ে কাজ করে যাচ্ছে সরকারি সম্পদ রক্ষা করতে। তিনি গাছ চোরদের সাথে কোন ধরনের আপোষ করতে রাজি নয়। কোন ধরনের অপরাধ যেন না ঘটে বন বিভাগের পদুয়া রেঞ্জে সেইদিকে লক্ষ রেখে প্রতিদিন বাগানে বাগানে এবং লোহাগাড়ার ব্রিক ফিল্ড গুলোতে এই অভিযান চলছে এই অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার এই অভিযান চলে।

অভিযান পরিচালনা করেছেন রেঞ্জার মামুন মিয়া এই সময় উনার সাথে ছিলেন বিট কর্মকর্তা হাংগর ও টংকাবতী বিট কর্মকর্তা নাঈম এবং রেঞ্জের স্টাফবৃন্দ। শুধু তাই নয় অভিযান পরিচালনা বিষয়ে টংকবতি বিট কর্মকর্তা নাইমের ও রেঞ্জার মামুন মিয়ার বেশ সুনাম রয়েছে। স্থানীয় জনসাধারণের বক্তব্যে আরো বলেন রেঞ্জার মামুন মিয়া এবং বিট কর্মকর্তা নাঈমের বেশ সুনাম রয়েছে যদি প্রতিটা রেঞ্জ কর্মকর্তা এবং বিট কর্মকর্তা মামুন মিয়া এবং নাঈমের মত হত তবে সরকারের লক্ষ লক্ষ টাকার বন সম্পদ গাছ চোরদের হাত থেকে রক্ষা পেত। যেইখানে মামুন মিয়া ও নাঈমের মত ভালো সৎ যোগ্য কর্মঠ পরিশ্রমী কর্মকর্তা রয়েছেন ঠিক তার অপজিটে দুর্নীতিবাজ সাবেক সাতঘর বিট কর্মকর্তা রফিকুল এবং চুনতী রেঞ্জারের ও এসিএফ দেলোয়ারের মত দূর্নীতিবাজ ও রয়েছে যাদের কারণে বন সম্পদ উজাড় হয়ে যাচ্ছে যাদের বিরুদ্ধে সময়ে অসময়ে নিউজ হলেও ঘুম ভাঙাতে কষ্ট হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *