বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে হাজারো এলাকাবাসী এই সড়কটি মেরামতের দাবিতে মানববন্ধন করে

mih_pial;

রাজধানীর শ্যামপুর কদমতলী এলাকার পোস্তগোলা থেকে নারায়নগঞ্জ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন যাবৎ মরণ ফাঁদে পরিণত হলেও ফ্যাসিস্ট হাসিনার নিশিরাতের ডামি সরকার এই সড়কের কোন উন্নয়ন কাজই করেনি বিগত ১৬ বছরে। ফ্যাসিবাদ হাসিনার পতনের পর অত্র এলাকার দীর্ঘদিনের দাবি পুরনে রাজপথে নেমেছেন ঢাকা ৪ ও ৫ আসনের সাবেক সফল সংসদ সদস্য,অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক,অত্র এলাকার উন্নয়নের রুপকার আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে হাজারো এলাকাবাসী এই সড়কটি মেরামতের দাবিতে মানববন্ধন করে।


সালাহউদ্দিন আহমেদের বলেন আজকে আমরা কেন মানববন্ধন করছি কারন আমাদের এই রাস্তায় প্রতিদিন অনেক মা বোন এক্সিডেন্ট হয় আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না।
অনেক লেগুনা বা সিএজি উলটে যাই এক্সিডেন্ট হয়। এই এলাকার জনগণ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত গত ১৭টি বছর সুদু লুটপাট হয়েছে এলাকার কোন উন্নয়ন হয়নি।
আমরা ১৭ টি বছর অতিষ্ঠ হয়ে আজকে আমরা এই মানববন্ধন করছি।


বন্ধুগন আপনাদের বুজতে হবে সাংবাদিক ভাইরা আপনারা জানেন ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে শ্বসন করেছে এবং আমাদেরকে এর এই এলাকার মানুশদেরকে লুটপাট করে খেয়েছে । প্রতি ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি করেছে এখানে লুটপাট হয়েছে রীতিমত যেমন-বাবলা,আওলাদ ও সানজিদা এমন কি এই এলাকার যত কমিশনার আছে সব লুটপাট করে খেয়েছে।
আরো উপস্থিত ছিলেন মোঃ আলমগির হোসেন “আহ্ববায়ক,কদমতলী থানা যুবদল” “ঢাকা মহানগর দক্ষিণ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *