শিবগ‌ঞ্জে স্থানীয় অর্থনীতি ও আমের সমৃদ্ধি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মাহমুদুল হাসান;

১৪ই জানুয়ারি মঙ্গলবার দুপুরে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা ও সুইসকন্ট্যাক্টের আয়োজনে,শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে,শিবগ‌ঞ্জের স্থানীয় অর্থনীতি ও আমের সমৃ‌দ্ধি শীর্ষক আলোচনা সভা ও দিনব্যাপী বৃহত্তর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শিবগ‌ঞ্জের স্থানীয় অর্থনীতি ও আমের সমৃ‌দ্ধি শীর্ষক আলোচনা সভা ও দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠা‌নে সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ।

প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন,বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুইসকন্ট্যাক্টের হেড অফ বিজনেস এডমিনিস্ট্রেশন আলমগীর কবির,চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব ও গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমান,অতিরিক্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক(সার্বিক) নাকিব হাসান তরফদার,রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আমিরুল ইসলাম,শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী,শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কাঞ্চন কুমার দাস,শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ,শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া,শিবগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাফিজুর রহমান সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা,উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং শিবগঞ্জ উপজেলা তথা চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও আম ব্যাবসায়ীগণ।

উক্ত আলোচনা সভা অনুষ্ঠান শেষে,আম ও আম জাতীয় বিভিন্ন পণ্যের ২১টি স্টল প্রদর্শিত হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী আমের জাত (উন্নত উদ্ভাবনী নতুন জাত) ও আমের তৈরি ঐতিহ্যবাহী খাবার এবং খাবারের পুষ্টিগুণ সম্পর্কে তুলে ধরা হয় ঐতিহ্যবাহী গম্ভীরা অনুষ্ঠানের মাধ্যমে‌।চাঁপাইনবাবগঞ্জ জেলার আম নিয়ে নাটক, মঞ্চস্থ প্রতিযোগিতা ও বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যদিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *