আগামীতে দেশ বিরোধী সকল যড়যন্ত্রকে রুখে দিতে ছাত্রদল প্রস্তুত আছে: সাবেক এমপি মিলন

মোঃ ইসলাম উদ্দিন তালুকদারঃ

গোবিন্দগঞ্জে ছাত্রদলের কার্যালয় উদ্বোধন করা হয়েছে । এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাত্রদলের সকল ইতিহাস-ঐতিহ্য বজায় রেখেই ছাত্রদল দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, ছাতকেও এর কোন ব্যতিক্রম নয়। অতীতে যেভাবে ছাত্রদল ছাতক-গোবিন্দগঞ্জসহ সকল এলাকায় রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছে। গত জুলাই-আগস্টের সরকার পতনের আন্দোলনেও রাজপথ কাঁপিয়েছে ছাত্রদল।

যার ফলে ছাত্র- জনতার শেষ সংগ্রামে স্বৈরাচার হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়। আগামীতে দেশ বিরোধী সকল যড়যন্ত্রকে রুখে দিতে ছাত্রদল প্রস্তুত রয়েছে।

গত রবিবার বিকেলে ছাতকের গোবিন্দগঞ্জের পরিজা ম্যানশনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে গোবিন্দগঞ্জে পয়েন্টে ছাত্রদল আয়োজিত মিছিল শেষে গোবিন্দগঞ্জ গোল চত্বরে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ছাত্রদলের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। এ কার্যালয়েও কলিম উদ্দিন আহমেদ মিলন সংকিপ্ত বক্তব্য রাখেন।

মিছিলও উদ্বোধনী আনুষ্ঠানে উপজেলা,পৌর,বিভিন্ন কলেজ এবং ইউনিয়ন ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা
বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, জাসাস ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *