প্রভাস চক্রবর্ত্তী:
বোয়ালখালী পূর্ব গোমদন্ডী সুহৃদ ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী মমতাময়ী মা আশা রানী চৌধুরী মস্যমুখী অনুষ্ঠান নগরীর একটি কমিউনিটি সেন্টারে গত ২১ জানুয়ারী দুপুরে অন্নভোজের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
এতে উপস্থিত ছিলেন তাঁর পরিবার লোকজন ও জ্ঞাতি আত্মীয়সজন।
সুহৃদ ক্লাবের সভাপতি প্রভাস চক্রবর্ত্তী ও সিনিয়র সহসভাপতি বিকাশ কান্তি সিকদার এবং ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দসহ শোকপত্র পরিবারে মাঝে প্রদান করা হয়।
হিন্দুশাস্ত্রানুযায়ী পিতৃপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে এবং তাদের আশীর্বাদ কামনায় দান-ধ্যান ও অতিথিভোজন অনুষ্ঠান। সাধারণত মৃত ব্যক্তির সন্তান কিংবা আত্মীয়-স্বজনরা এ অনুষ্ঠান পালন করে থাকে।
বর্ণভেদে ব্যক্তির মৃত্যুদিবসের ১১, ১৫ অথবা ৩০ দিন পরে এটি অনুষ্ঠিত হয়। মৃত ব্যক্তির পরিবারের লোকজন এ-কদিন ফলমূল, নিরামিষ এবং লবণ ছাড়া আতপ চালের ভাত খায়। শ্রাদ্ধের আগের দিন মৃত ব্যক্তির পুত্ররা মাথার চুল ফেলে দেয় এবং শাস্ত্রীয় নিয়ম-কানুনসমূহ পালন করে। শ্রাদ্ধের দিন সামর্থ্য অনুযায়ী আত্মীয়-স্বজনসহ পাড়া-প্রতিবেশীদের নিমন্ত্রণ করে খাওয়ায়। নিকট অতীতে ধনী ব্যক্তিরা কয়েক হাজার পর্যন্ত লোককে খাওয়াত বর্তমানে আর্থ-সামাজিক পরিবর্তনের কারণে সেই মানসিকতার পরিবর্তন ঘটেছে। শ্রাদ্ধ উপলক্ষে ব্রাহ্মণ ও আত্মীয়-স্বজনদের নানারকম দান-ধ্যানও করা হয়।
ক্লাবের নেতৃবৃন্দ আশা রাণী চৌধুরী সৎগতি কামনা করে পরিবারবর্গের সাথে আবার ও সমবেদনা জ্ঞাপন করেন।