স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলায় আজ বুধবারে প্রথম খেলায় বালক দলের নাচল উপজেলা ভোলাহাট উপজেলা কে ১-০ গোলে হারালো। বালিকাদের খেলায় নাচোল উপজেলা ভোলাহাট উপজেলাকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারালো
বালকদের খেলা পরিচালনা করেন শেখ ফরিদ সায়েম প্রধান রেফারি সহকারী রেফারী হিসাবে ছিলেন পুতুল,তারাজউদ্দিন এবং চতুর্থ রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন আলম বালিকাদের খেলায় প্রধান রেফারি আনিসুর রহমান সহকারী রেফারী হিসাবে খেলা পরিচালনা করেন তারাজউদ্দিন ও শেখ ফরিদ সায়েম চতুর্থ রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন লুকু ওসতাদ।