ভারতের মাওলানা দেলোয়ার হোসেনের প্রতারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মাহমুদুল হাসান:

 

ভারতের মাওলানা দেলোয়ার হোসেনের প্রতারণার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন পার কানসাট কেন্দ্রীয় গোরস্থানের তাফসির কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৫ জানুয়ারি ২০২৫ইং দুপুরে পার কানসাট ম্যাংগো মিউজিয়ামের পাশে তাফসিরের স্থান আম বাগানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,সারাফাত হোসেন চয়ন।

লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ২১ সে জানুয়ারী আমাদের তাফসির অনুষ্ঠিত হয়। তাফসিরে প্রথম দিন বক্তব্য রাখেন,ভারতের মাওলানা দেলোয়ার হোসেন এবং দ্বিতীয় দিনে বক্তব্য রাখার কথা ছিল বাংলাদেশের মাওলানা রফিকুল ইসলাম মাদানীর। কিন্তু রফিকুল ইসলাম মাদানী না আশায় ধর্মপ্রাণ মুসল্লি বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে ৬ নং কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সেফাউল মূলক ও আলী আকবর বাবু হুজুরকে দিয়ে বলায় যে রফিকুল ইসলাম মাদানী অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু প্রকৃত পক্ষে আমরা ভারতের মাওলানা দেলোয়ার হোসেনের প্রতারণার শিকার হয়ে মিথ্যা বলে জনতাকে সান্ত্বনা দিয়েছিলাম।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন,ভারতের মাওলানা দেলোয়ার হোসেনের দেয়া নাম্বার ০১৭৩৩-৭৭৪২২৮ ও ০১৬০৫৬৩৮০৩৪ এই দুটি নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলেন।দুই দফায় ৪০০০০/- টাকা দেয়া হয়। টাকা দেয়া হলে তিনি আমাদের নিশ্চয়তা দেন আগামী ২২ জানুয়ারি রফিকুল ইসলাম মাদানী পার কানসাট কেন্দ্রীয় গোরস্থানের তাফসির মাহফিলে উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন। তাঁদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করতে থাকি রাত ৯:৩০ মিনিটে তিনি বলেন,আপনাদের ওখানে যেতে ২০ মিনিট সময় লাগবে,৯:৩০ মিনিটের পর তাঁর ব্যবহৃত মোবাইল নং ০১৭৩৩-৭৭৪২২৮ নাম্বারে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

যেহেতু আমরা ভারতের মাওলানা দেলোয়ার হোসেনের প্রতারণার শিকার হয়েছি।ভারতের মাওলানা দেলোয়ার হোসেনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিচ্ছি।

এবিষয়ে ৬ নং কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সেফাউল মূলকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আসলে কে প্রতারিত হয়েছে কি প্রতারণা করছে সেটা বলতে পারব না।তবে তাঁরা বলেছেন রফিকুল ইসলাম মাদানী অসুস্থ কিন্তু পরে আমি জানতে পারি,উনি অসুস্থ না ময়মনসিংহে তিনি ওয়াজ মাহফিল করছেন। উত্তেজিত জানতাকে সান্ত্বনা দেয়ার জন্য আমাকে দিয়ে মিথ্যা বলিয়া নেন। এর প্রেক্ষিতে প্রতিবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *