স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের মির্জাপুরে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে পাহাড়ী লাল মাটিকাটার অপরাধে শহীদুল দেওয়ান নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বৃহস্পতিবার রাতে উপজেলার তফরপুর ও আজগানা ইউনিয়নের একাধিক স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
জানা গেছে, রাতের আধারে মাটি ব্যবসায়ীরা উপজেলার আজগানা, বাঁশতৈল ও তরফপুর ইউনিয়নের একাধিকস্থান খননযন্ত্র দিয়ে লালমাটি কেটে ড্রাম ট্রাকে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান টাকিয়া কদমা, তেলিপাড়া, আজগানাসহ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় লালমাটি কেটে বিক্রির সময় শহীদুল দেওয়ান নামে এক ব্যবসায়ীকে হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে অন্য মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। শহীদুল দেওয়ান বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও গ্রামের বাসিন্দা।
গত একমাসে মাটিকাটার অপরাধে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় পনের লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থ এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের বিচারক মাসুদুর রহমান জানিয়েছেন।