কামরুল হাসান:
লোহাগাড়া উপজেলার পুটিবিলা, চরম্বা কলাউজান ইউনিয়নের প্রায় সরকারি হাশ যায়গা অবৈধ ভাবে দখল করে নিচ্ছে ভূমি দূর্ষরা। অথচ লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইনামুল হাছান এবং সহকারী কমিশনার ভূমি নিরবতা পালন করেছেন। এই বিষয়ে গোপনে খবর পেয়ে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম পুটিবিলা, কলাউজান, চরম্বা পরিদর্শন করছেন এই সময় দেখা যায় সরকারি হাস জাইগা অবৈধ দখল হয়ে যাচ্ছে।
গত বছরে ও এই রখম সরকারি হাস জাইগা দখল হয়ে যাচ্ছে দেখে সরকারি হাস জাইগা দখল কারির বিরুদ্ধে প্রতিনিধি নিজে বাদী হয়ে অভিযোগ করলে ও ঠিকই অবৈধ দখল হয়েগেছে। এই বচ্ছরে ও দখল হয়ে যাচ্ছে সরকারি সম্পদ। এই বিষয়ে বারবার লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল ফোনে যোগাযোগ করতে গিয়ে পারিনি কেননা নির্বাহী অফিসার প্রতিনিধির মোবাইল বল্ক করে দিয়েছে।
এই বিষয়ে সহকারী কমিশনার ভূমি কে মুখিক ভাবে অভিযোগ করলে ও কোন সুরহা হয়নি। এইভাবে সরকারি হাস জাইগা দখল হয়ে গেলে লোহাগাড়ায় কোন ধরনের হাস জাইগা থাকবেনা এলাকাবাসী বলেন এই ভাবে সরকারি জায়গা দখলের কারনে সরকারের বড় ধরনের ক্ষতি হবে তাই সরকার ও উপরস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও সচেতন মহল।