গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসীর সাথে বিএনপি নেতার ছবি ভাইরাল

এটিএম মাজহারুল ইসলাম, ব্যুরো চীফ (কুমিল্লা):

 

হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেনের সাথে কুমিল্লা জেলা বিএনপির নেতার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঐ ছবিতে দেখা যায়, বামে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি, মাঝে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেন ও ডানে সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের বড় ভাই রাকিব মুন্সি।

এর মধ্যে শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালে গত ৪ আগস্ট ২০২৪ইং পিস্তল হাতে নিয়ে আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করে। দুটি হত্যা মামলাসহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় চারটি মামলা রয়েছে।

নেতাকর্মীরা জানিয়েছেন, ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনে এ.এফ.এম তারেক মুন্সি
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ছিলেন। তারেক মুন্সি দোয়াত-কলম প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। ঐ নির্বাচনের গণসংযোগ চলাকালে বিএনপির সাবেক এমপি মঞ্জু মুন্সির গাড়িতে গুলিবর্ষণ করে সাদ্দাম হোসেন। নির্বাচনে তারেক মুন্সি হেরে গেলে ততকালীন সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশে বিএনপির সাবেক এমপিসহ ৫৭ জনকে আসামি করে মিথ্যা মামলায় দায়ের করে সাদ্দাম। ঐ মামলায় বিএনপির সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সি ও তার ছেলে ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সিসহ ৩২ জন নেতা-কর্মী জেলহাজতে ছিলো।

এবিষয়ে জানতে চাইলে এফএম তারেক মুন্সি বলেন, সাদ্দামের সাথে যে ছবিটি ভাইরাল হয়েছে সেই ছবিটি ২০০৮ বা ২০০৯ সালের। তখন সাদ্দাম কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলো না। তিনি আরো বলেন, দেবিদ্বারে আমার প্রতিপক্ষ গ্রুপগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মিথ্যা প্রচার প্রচারণা চালাচ্ছে এবং আমার সম্মানহানী করার পায়তারায় মেতে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *