চলো নির্যাতিত সাংবাদিকদের গল্প শুনি” শীর্ষক আলোচনা সভা ও সাংবাদিকদের মিলন মেলা।

নুরুল ইসলাম:

গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি রিপন আনসারীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি, ডিবিসি নিউজের পরিচালক সালাউদ্দিন চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইউবি, গাজীপুর মহানগর জাসাসের সভাপতি সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল,

জাগ্রত নব্বইয়ের সদস্য সচিব ভিপি আশরাফ হোসেন টুলু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান রাজু, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, গাজীপুর জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক মোখলেসুর রহমান, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুইয়া,

অর্থ বিষয়ক সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, সিনিয়র সাংবাদিক বেলাল হোসেন, প্রিন্সিপাল হুমায়ুন কবীর, ডেইলী স্টারের গাজীপুরের নিজস্ব প্রতিবেদক মনজুরুল হক, প্রফেসর আসাদুজ্জামান আকাশ, সাংবাদিক আতিকুর রহমান আমিন, সাংবাদিক আসাদুজ্জামান সাদ, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফএম কামাল, শ্রীপুর প্রেসক্লাবে সভাপতি এম এম ফারুক,সাধারণ সম্পাদক টিপু সুলতান ভাই নয়া দিগন্তের সাংবাদিক অধ্যাপক আবুল কালাম ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ সহ গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের দুই শতাধিক নেতারা অংশ গ্রহন করেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃত অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *