বোয়ালখালীতে তারন্যের উৎসব এবং তারন্যমেলা ২০২৫ উদ্বোধনে – জেলা প্রশাসক

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:

 

তরুনদের বাদ দিয়ে কোন উন্নয়ন সম্ভব না। তারন্যই আমাদের শক্তি। যৌবন যার যুদ্ধে যাবার সময় তার।আরাও প্রমান করলো ৫ আগষ্টের মাধ্যমে তরুণদের বিজয়।

বোয়ালখালী উপজেলায় দিনব্যাপী মানবিক কর্মসূচি ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন কালে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বল্লেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম ।

তিনি সোমবার (২৭ জানুয়ারি) বোয়ালখালী উপজেলায় তরুণদের জন্য আয়োজিত “তারুণ্যের মেলা” উদ্বোধন থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমলক প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

বোয়ালখালীতে দিনব্যাপি তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে “তারুণ্যের মেলা” উদ্বোধন, ৩ লক্ষ ২৭ হাজার টাকা ব্যয়ে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের শহিদ ওমরের কবরস্থানের সংরক্ষণ প্রকল্পের কাজ উদ্বোধন,

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত পরিবারকে সম্মাননা ও আর্থিক সহযোগিতা প্রদান; সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ৩ জন ভিক্ষুককে পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য ১ লক্ষ ৩২ হাজার ব্যয়ে ৩টি মুদির দোকান প্রদান; মাদ্রাসার ছাত্র আয়াতের চক্ষু চিকিৎসার জন্য ৫০ টাকা অনুদান প্রদান; বোয়ালখালী উপজেলা কৃষি বিভাগের অধীনে পার্টনার প্রকল্পের আওতায় ৩টি প্রদর্শনী প্রাপ্ত কৃষকের মাঝে বোরো ধানের ৩০টি বীজ সংরক্ষণ পাত্র প্রদান; ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় ২৯ জন রোগীকে জন প্রতি পঞ্চাশ হাজার টাকা করে মোট চৌদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকার অনুদান বিতরণ ইত্যাদি। সফরকালে জেলা প্রশাসক বোয়ালখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৬টি প্রকল্পের মোট ২ কোটি ৪০ লক্ষ টাকার ৬টি প্রকল্পের কাজ উদ্বোধন করেন।

দুপুরে বোয়ালখালী উপজেলায় সদরের গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে তারুণ্যের মেলা উদ্বোধন উপলক্ষ্যে বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “জুলাই বিপ্লবে তরুণরা যে সাহস দেখিয়েছে, তা আজও আমাদের অনুপ্রেরণা। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তরুণদের আত্মত্যাগ আমাদের ভুলে যাওয়া উচিত নয়। ধর্ম-বর্ণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জাফরিন জাহেদ জিতি, বোয়ালখালী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রুমন তালুকদার, বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো.আতিক উল্লাহ, বোয়ালখালী উপজেলা প্রকৌশলী মো.রেজাউল করিম, বোয়ালখালী আর্মি ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন জাহিন, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃসিরাজুল ইসলাম, ও অন্যান্য সাংবাদিক বৃন্দ।ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের শহিদ ইঞ্জিনিয়ার ওমরের মা রুবি আকতার ও আহত মো.শাকিল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *