সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর মহানগর কাশিমপুর সারদাগঞ্জের গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজে উৎসাহ-উদ্দীপনায় শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে গত সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বিসিএস (সাধারণ শিক্ষা) বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা প্রফেসর কাজী ফয়জুর রহমান। বার্ষিক ক্রীড়ায় প্রতিযোগিরা অংশ নেন গোলক নিক্ষেপ, হাড়ি ভাঙ্গা, চেয়ার দখল, বিস্কুট দৌড়, মোরগ লড়াই, ব্যাঙ দৌড়, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায়। শেষে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মো. আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠাতা দাতা সদস্য হাজী আব্দুর রহমান ও হাজী লোকমান হোসেন এবং অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আনিছা জান্নাতুল ইন্তেফা।