স্টাফ রিপোর্টঃ
ঝাল কাঠির নলছিটিতে যুগান্তরের রজত জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় কেক কাটা শেষে আলোচনা সভা ও স্বজন সমাবেশর আয়োজন করে হয়। যুগান্তরের নলছিটি প্রতিনিধি মো. এনায়েত করিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা (সেলিম ), পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের এ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা শাহ জালাল হোসেন, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এন টিভির জেলা প্রতিনিধি কে. এম. সবুজ প্রমুখ।
আলোচনা সভা শেষে যুগান্তরের সমৃদ্ধি ও এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।