চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান অনুষ্ঠিত

মোঃ মাহমুদুল হাসান:

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তর্তিপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঘী বান্নী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে ৪ ফেব্রুয়ারি ২০২৫ইং মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এই স্নান চলে। চন্দ্র মাসের তারিখ হিসাবে প্রতি বছর উত্তরাঞ্চলের হিন্দু সম্প্রদায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তর্তিপুর এলাকায় পৌরাণিক জাহ্নুমুনির আশ্রমের কাছে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন।

এ গঙ্গাস্নান প্রতি বছরের মাঘ মাসে অনুষ্ঠিত হয় বলে একে মাঘী বান্নী স্নান বলা হয়। কিন্তু চাঁদের উপর নির্ভর করে কোন কোন বছর ফাল্গুন মাসেও গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে থাকে।

চাঁপাইনবাবগঞ্জ সহ রাজশাহী,নাটোর,পাবনা,সিরাজগঞ্জ,নওগাঁ,বগুড়াসহ বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীরা বাস,মিনিবাস,মাইক্রোবাস,মিশুক,অটোরিকশা ও রিকশাসহ বিভিন্ন যানবাহনে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দিতে আগের দিন থেকেই জাহ্নুমুনির আশ্রমে আসতে শুরু করেন।

সকালে স্থানীয় গঙ্গাস্নান পর্ব শেষ করে ভুরিভোজ করে থাকেন পুণ্যার্থীরা।
এদিকে গঙ্গাস্নান উপলক্ষে দিনব্যাপী মেলায় প্রসাধনী,কাঠের আসবাবপত্র,হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ,মিষ্টি ও খাবার দোকান,পূজা এবং পালাক্রমে কীর্তনের আয়োজন করা হয়।গঙ্গাস্নানকে ঘিরে গোটা তর্তিপুর এলাকা হিন্দু সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়।

তর্তিপুর মেলায় আগত শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস বলেন,আমি প্রতি বছর এই মেলায় এসে গঙ্গা স্নান করি। গঙ্গা স্নান করার পর কেনো জানি মনটা পরিষ্কার হয়ে যায়,পাপ মোচন হয়।

তর্তিপুর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদী জানান,পৌরাণিক যুগ থেকে উত্তরবঙ্গের অন্যতম তীর্থস্থান তর্তিপুর গঙ্গাস্নানে বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা সকাল থেকে বিকেল পর্যন্ত স্নানকার্য সম্পন্ন করেন।

এ স্নান করলে মানবজীবনের পাপমোচন ও অকল্যাণ দূর হয়। এ বছর প্রায় ৫০ হাজার ভক্তের সমাগম ঘটে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *