আওয়ামী ক্ষমতার অপব্যবহার করে কোটিপতি বনেছেন শওকত ওসমান লিখন, রয়েছের ধরা ছোয়ার বাহিরে

ভোলা জেলা প্রতিনিধি:

বিগত ১৬ বছর যাবত অন্যায় অত্যাচার ও অনিয়ম করে আওয়ামী লীগের দোসররা হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। প্রচন্ড ক্ষমতার এসব ব্যক্তিরা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার এবং অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের সব সময় রাখতেন আতঙ্কে। যার কারনে সরকারি কম র্কর্তা—কর্মচারীরা ঠিক মতো কাজ করতে পারতেন না ।

এরকমই একজন আওয়ামীলীগের দোসরের সন্ধান পাওয়া গেছে ভোলা জেলায়, নাম তার শওকত ওসমান লিখন। ভোলা জেলার মনপুরা উপজেলায় এলাকার গরিব অসহায় মানুষদের টাকা আত্মসাৎ করে হয়েছেন কোটিপতি। ভোলা জেলার মনপুরা উপজেলায় কাজিরচর এলাকায় গুচ্ছগ্রাম প্রকল্পের বেশিরভাগ টাকা আত্মসাৎ করেছেন এই কুখ্যাত সন্ত্রাসী শওকত ওসমান লিখন।

আওয়ামী লীগের দোসর প্রচন্ড ক্ষমতাশালী এমপি সোবহান হোসেন গোলাপের নাম ভাঙ্গিয়ে ভয় দেখাতেন সকল সরকারি কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় বিএনপি নেতাদের। লিখনের অত্যাচার থেকে বাদ যায়নি আওয়ামীলীগের ছোট খাটো নেতারাও। এ বিষয়ে ভোলা জেলার গরিব অসহায় মানুষরা বলেন গুচ্ছগ্রামের বেশিরভাগ টাকা পয়সাই আত্মসাৎ করেছেন এই লিখন। বর্তমানে বইমেলার স্টল রয়েছে তার। বইমলার স্টল ৩৯৩,৩৯৪,৩৯৫, ৩৯৬ শওকত ফোন লিখন বেশিরভাগ সময়ই বইমেলায় স্টলে সময় দেন।

বাবুই প্রকাশনের কবি উম্মে কুলসুমের প্রচার প্রচারণা চালাচ্ছেন এই দুর্নীতিবাজ নেতা। জানা যায় আওয়ামীর দোসর লিখনের রয়েছে রাজধানীর মোহাম্মদপুরে একাধিক প¬ট ও ফ্ল্যাট। এ বিষয়ে শওকত ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন যেহেতু ব্যবসা করেছি সুতরাং ফ্লাট তো থাকবেই তাছাড়া তিনি আরো বলেন তিনি বড় নেতা নন ছোটখাটো নেতা বর্তমানে থাকেন রামপুরায়। জানা যায় বহাল রয়েছে তার দুনীর্তি ও অত্যাচার। এখনো করে যাচ্ছেন অন্তর্বতিকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার। এ বিষয় এলাকাবাসী বলেন আমরা লিখনের অত্যাচার থেকে রেহাই চাই।

আমরা তার বিরুদ্ধে সুষ্ঠ বিচার চাই। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও আমরা বিভিন্ন অত্যাচার সহ্য করেছি এখনো যদি এরকম অত্যাচার বহাল থাকে আমরা বাচব কিভাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *