বাঞ্ছারামপুরে ব্যবসায়ীকে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) স্টাফ রিপোর্টার:

 

ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্যবসায়ী সাইদুর রহমান হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এ রায় দেন।

১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৬), একই গ্রামের আবদুল খালেকের ছেলে রিপণ মিয়া (২৮) এবং একই উপজেলার চর শিবপুর গ্রামের কবির মিয়ার ছেলে কাজল মিয়া (৪৫)

এর মধ্যে দণ্ডপ্রাপ্ত রাসেল পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর ফল ব্যবসায়ী সাইদুর রহমান বাড়ি ফিরছিলেন। পথে বাঞ্ছারামপুরের কড়ইকান্দির ফেরিঘাট এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে। পরের দিন ৩০ সেপ্টেম্বর মেঘনা নদীর তীর থেকে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।

মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে মোট ১২জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

আসামিপক্ষের আইনজীবী মোশারফ হোসেন সামী জানান, ফাঁসির রায়ে আমরা সংক্ষুব্ধ। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *