সাভারে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আটক ২

স্টাফ রিপোর্টার: 

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দীন। এর আগে, একইদিন রাতে সাভারের বিরুলিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঢাকার সাভারের ১নং কলমা ফরিদবাড়ি রোড (চেয়ারম্যান বাড়ির পাশে) এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. রুবেল আহমেদ জীবন (২৭) এবং আশুলিয়ার মধ্য গাজিরচট খন্দকার মসজিদ এলাকার মো. আবুল কালামের ছেলে মো. সুমন হাওলাদার শাওন (২০)।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দীন বলেন, রাতে সাভারের বিরুলিয়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *