শাহরাস্তির হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আহসানুল কবীরের বদলি জনিত বিদায় মোসাদ্দেক হোসেন

শাহরাস্তি প্রতিনিধি:

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কন্সাল্টেন্ট (কার্ডিওলজি) ও প্রেসক্লাবের দাতা সদস্য ডা. মো. আহসানুল কবীর কুমিল্লা জেনারেল হাসপাতালে বদলি হয়েছেন।
এ উপলক্ষে রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহানের সভাপতিত্বে ওই সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, পৌরসভার নিজমেহার গ্রামের বাসিন্দা মেহের দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম এম এ আউয়ালের পুত্র ডা. আহসানুল কবীর প্রায় দেড়যুগ ধরে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদে কর্মরত থেকে শাহরাস্তি উপজেলায় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত মরহুম এম এ আউয়াল ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছর ফ্রি চিকিৎসা সেবাসহ বিভিন্ন আর্থ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এছাড়া বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে তিনি মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছেন।

ডা. মো. আহসানুল কবীর জানান, বদলীর কারনে রোগীদের অসুবিধার প্রেক্ষিতে তিনি সপ্তাহের প্রতি রবি, মঙ্গল ও বুধবার দুপুর ৩টা থেকে বেলা ৫ টা পর্যন্ত ও শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মেহের কালিবাড়ি মাজার রোডে অবস্থিত পপুলার হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা দিবেন। ।
এছাড়া শাহরাস্তির রোগীদের বিশেষ ছাড়ে কুমিল্লা শহরের লাকসাম রোডে অবস্থিত কুমিল্লা মদিনা হাসপাতালে প্রতি শনি, সোম ও বৃহস্পতিবার বিকেল ৩ টা থেকে রাত ৮ পর্যন্ত চিকিৎসা সেবা দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *