সোনাইমুড়ীতে মাদ্রাসার শিক্ষক শারিরীক হেনস্থা ও লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন ও শিক্ষকবৃন্দের কর্মবিরতি অনুষ্ঠিত

নূর মোহাম্মদ সবুজ:

 

সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি: এলাকায় মানুষ গড়ার কারিগর শিক্ষকদের হেনস্থা ও লাঞ্চনার প্রতিবাদে সোনাইমুড়ীতে মানববন্ধন ও শিক্ষকবৃন্দের কর্মবিরতি করা হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে এই মানববন্ধন ও কর্মবিরতি করে থানারহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগন।

একই সাথে এলাকার বিভিন্ন মানুষের উপর নির্যাতনকারী ও বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় দানকারী শীর্ষসন্ত্রাসী মিয়া বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় এই মানববন্ধন থেকে।

মানববন্ধন থেকে বক্তারা শিক্ষা ব্যবস্থা ও সমাজের মধ্য থেকে সাম্প্রদায়িকতার বীজ উপড়ে ফেলতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে বলেও মত দেন।
অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক বলরাম কর্মকার ও অফিস সহকারী হামিদুল হক কে মারধর হেনস্থা ও লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন থেকে তাদের বিচারের দাবি করেন। বক্তারা আরো বলেন, তাঁর বিরুদ্ধে থানা,কোর্টসহ বিভিন্ন দপ্তরে মামলা থাকা সত্ত্বেও কোন কিছুই হচ্ছে না।তাই তারা সরকারের কাছে “ডেবিট হান্ট’ অপারেশনের মাধ্যমে মিয়া বাহিনীর প্রধান নুরুন নবী মিয়াকে আইনের আওতায় আনার দাবি জানান।তাকে গ্রেফতার করা না হলে অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানরা একাতত্বা ফোষন করেছেন বলে কঠিন আন্দোলনের ডাক দেয়ার কথা জানান।

মানববন্ধনে মাদ্রাসার সুপার মোঃ হাফেজ আহম্মদ বলেন, আমাদের সমাজ-রাষ্ট্র যে পর্যায়ে গেছে সেখানে হাজার হাজার সন্ত্রাসী মিয়া বাহিনীর মতো রয়েছে। নষ্ট রাজনীতি ও ভ্রষ্ট শিক্ষার কারণে এসব নুরুন্নবী মিয়া তৈরি হচ্ছে। শিক্ষায় গলদের কারণেই এ সংকট।
আরও বক্তব্য দেন, মাদ্রাসার সাবেক সভাপতি আনোয়ার হোসেন, এলাকার সর্বস্তরের মানুষের পক্ষে হাবিবুর রহমান মিন্টু, অত্র মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *