মরণ ব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চাই সাহায্য হাত বাড়াতে দেবহাটার “মোনাজাত”

আব্দুর রশিদ সাতক্ষীরা:

 

দেবহাটায় ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সাথে লড়ায় করছে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের ওহেদ গাজীর ছেলে মোনাজাত হোসেন, তিনি পেশায় ছিলেন একজন চা বিক্রেতা, কিন্তু আজ থেকে প্রায় ৬-৭ মাস আগে তার মাথায় ধরা পড়ে মরণ ব্যাধি ক্যান্সার, গারীব আসহায় মোনাজাত সাথে সাথে ডাক্তার দেখানো জন্য ছুটে চলে যান রাজধানীরর বিভিন্ন বড় বড় হাসপাতালে সেখান থেকে নিজের জমানো সকল টাকা ব্যায় করে চিকিৎসা করেন কিন্তু কোন সুরাহা হয়নি, এখন ডাক্তারেরা বলেছে এখন প্রতি মাসে দিতে হবে ক্যামো নামক ইনসুলেন্স,সহ বিভিন্ন ঔষধ পাতি কিনতে বহু টাকার প্রয়োজন।

গরীব আসহায় মোনাজাতের নেই টাকা, তাই সমাজের বিত্তবানদের কাছে অকুল আবেদন সাহায্যর হাত বাড়িয়ে, তার চিকিৎসার জন্য সবার কাছে সহযোগিতা চেয়েছেন, মোবাইল নাম্বার +8801759840398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *