কুমিল্লার প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক এম সাদেকের ইন্তেকাল

এটিএম মাজহারুল ইসলাম, ব্যুরো চীফ (কুমিল্লা):

 

দৈনিক প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক, কুমিল্লা প্রেসক্লাবের সদস্য, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লা শাখার সহ-সভাপতি ও কুমিল্লা মিডিয়া ফোরামের উপদেষ্টা সবার প্রিয় এম সাদেক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কুমিল্লা গোমতী নদীতে মাছ ধরার উৎসবের ছবি তুলতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালে নিয়ে গেলে, বেলা ১টা ৫৭ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

এম সাদেক কুমিল্লার সিনিয়র সাংবাদিক ছিলেন। তিনি প্রথম আলোর প্রতিষ্ঠালগ্ন থেকে ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি একজন ছেলে, স্ত্রী, নাতি-নাতনিনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ মাগরিব কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

তার এই মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, প্রথম আলো কুমিল্লা অফিসের সাবেক স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার শহর এর সম্পাদক ও প্রকাশক গাজীউল হক সোহাগ, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান এবং কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সেলিম রেজা মুন্সী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আর কে রাসেল এবং বৈশাখি টিভি কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *