পুটিবিলা শাহ গজালিয়া দরবার শরীফের মাহফিল ২৩ ফেব্রুয়ারি শুরু হবে

কামরুল ইসলাম:

ইসলাম প্রিয় তৌহিদী জনতা আগামী ২৩ ফেব্রুয়ারি রোজ রবিবার গৌড়স্হান গজালিয়া দিঘীর পাড় দরবার শরীফের সীরাতুন্নবী ( সঃ) মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই মাহফিল পরিচালনা করবেন মোঃ আবদুল খালেক ফকির, সভাপতিত্ব করবেন হযরত মাওলানা কাজী ফরিদুল আলম,

এই ওরষ মাহাফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে পবিত্র কোরানের উপর তফসির করবেন মাওঃ কারী আবদুল মুত্তালিব আল হোসাইনি, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে কোরানের উপর তাফসির করবেন মাওলানা মুফতি মিছবাহুর রহমান রফিক, মাওলানা শেখ আলতাফ হোসেন মাহমুদী, হাফেজ মাওলানা আকতার হোসেন এতে সকল ইসলাম প্রিয় মুসলিম ভাইদের প্রতি দ্বীনি দাওয়াত রহিল এতে সকলের সহযোগিতা কামনা করেছেন মোঃ আবদুল খালেক। মাহফিলের যেই কোন বিষয়ে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার-০১৮১৪৯০০৮৪৯,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *