গলাচিপা প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। ঘটনা সুত্রে জানা যায় দীর্ঘ দিন যাবত দুপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলতেছিল।
১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল আনুমানিক ৯ টা ৩০ মিনিটের সময় কলাগাছিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলাগাছিয়া গ্রামের মৃত উকিল উদ্দিন সিকদারের পুত্র মালেক সিকদার (৭০) ও তার দুই ছেলে সোহেল সিকদার (৩০) ও জামাল সিকদার (৩৫) তাদের নিজ জমিতে কাজ করার সময় দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় একই এলাকার মৃত রজ্জব এর দুই পুত্র সোহেল (৩২) ও হাসু (২৫), মোঃ রশিদ এর পুত্র হেলাল (৩৩), গনি ডালির দুই পুত্র এরশাদ (২৮) ও নাসির (৩৫)। তাদের ডাক চিৎকারে এলাকার লোকজন এসে তাদের ৩ জনকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক মালেক সিকদারের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।