সাংবাদিক জাকিরকে লাঞ্চিত করলো ফতুলস্না ভূমি অফিসের কানুনগো কাজী মাহমুদ

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ জেলার ফতুলস্না উপজেলার এসিল্যান্ড অফিসের কানুনগো গাজী মাহমুদ। ঘুষ ও দুর্নীতির মাধ্যেমে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিগত ১৬ বছর যাবদ আওয়ামীলীগের দোসররা ঘুশ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। একসময়ের নারায়ণগঞ্জের ত্রাস আওয়ামী দোসর শামীম ওসমানের নাম ভাঙিয়ে এই মাহমুদ।

তার অফিসে সরাসরি ঘুষ লেনদেন হয়,  টাকা ছাড়া কোন কাজ হয় না এমনকি তার ব্যবহার অনেক খারাপ। এদের গডফাদারী ফাদার এই  কানুনগোর নির্দেশ ছাড়া কিছু হয় না তার অফিসে। তার পকেটে আগে টাকা যাবে তারপর কাজ হয় । ফতুল্লা নারায়ণগঞ্জ ভূমি অফিস দুর্নীতির আখড়া এমন তথ্য পাওয়ায় সাংবাদিক জাকির তথ্য ও প্রমান যোগর করতে গিয়ে খারাপ আচরন এবং বিভিন্ন হুমকি দামকির শিকার হয় বলে জানা যায়, জাকির বলে এই মাহমুদের একটা সিন্ডিকেট টিম আছে ফতুল্লা নারায়ণগঞ্জ ভূমি অফিসে। পালিয়ে যাওয়া হাসিনা সরকারের আমল থেকেই করে আসছেন বিভিন্ন জাল জালিয়াতি। গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়।

এত কিছুর পরেও কোনো রহস্য জনক কারণে তার বিরম্নদ্ধে কেউ কেউ মুখ খোলে না। অšত্মবর্তিকালীন সরকারে নিকট আমাদের আশা যে নারায়ণগঞ্জ জেলার ফতুলস্না উপজেলার ভূমি অফিসের এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে আমরা সাংবাদিক কর্মীরা মনে করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *