নওগাঁ প্রতিনিধি:
প্রথমবারের মতো টিভি নাটকে অভিনয় করলেন মডেল জুবায়ের । নির্মাতা রবিউল আলম রেজার’ তুমি আসবে বলে, নাটকে মূল চরিত্রে ও নতুন সকালের অপেক্ষায়, নাটকে সহ অভিনেতা চরিত্রে দেখা যাবে তাঁকে।
এর আগে বিভিন্ন ফটোশুটে অংশ নিয়েছিলেন জুবায়ের। বিভিন্ন গানে মডেলিং ও করেন তিনি যার ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জুবায়ের এর পুরো নাম জুবায়ের আহম্মেদ ফিরোজ।
নওগাঁর ছেলে জুবায়ের পড়েছেন সেখানকার নওগাঁ সরকারি কলেজে, সেখানে তরুণ নির্মাতা তামজিদুল হাসান (রানা)র হাত ধরে ২০২৩ সালে মডেলিং জগতে প্রবেশ করেন জুবায়ের, সর্ট ফিল্ম এর পাশাপাশি বিভিন্ন গানের মডেলিং হিসেবে কাজ করেছেন তরুণ এই মডেল যার মধ্যে রয়েছে , বেইমান পাখি, পাখি টু, প্রিয়তমা, না ফেরার দেশে, আমার একটা গার্লফ্রেন্ড ছিল , মন আকাশে,তুমি আসবে সেদিন, প্রেম কাহিনি, তোমাকে চাই, এর মতো ভালো ভালো কিছু গান। এর আগে মডেলিং এর জন্য দুটি পুরূষ্কার ও পেয়েছেন তিনি
এ বিষয়ে মডেল জুবায়ের প্রতিবেদক কে জানান – অনেক কষ্ট করে নিজেকে এ জায়গায় নিয়ে এসেছি, সবার দোয়া ও ভালোবাসায় এবং নিজের অভিনয় দক্ষতায় সামনের দিকে আরো এগিয়ে যেতে চাই, টিভি নাটক সবাই দেখুক এই কামনা সকল নাট্যপ্রেমী দর্শকদের কাছে।